দেশব্যাপীপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

খোকসায় আওয়ামী ও তাঁতীলীগের উদ্যোগে ২১ আগস্ট পালিত

খোকসায় শুক্রবার (২১/৮/২০২০ইং) বাদ মাগরিব খোকসা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে খোকসা উপজেলা আওয়ামী লীগ ও খোকসা উপজেলা তাঁতীলীগের

যৌথ আয়োজনে ২১শে আগস্টের গ্রেনেড হামলার নিহত- আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।

কুষ্টিয়া জেলার খোকসা উপজেলা তাঁতীলীগের সভাপতি আব্দুল হাকিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন

খোকসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতবাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান জনাব বাবুল আখতার।

মৌলভীবাজারের সাংবাদিক ও মানবাধিকার কর্মী গুরুতর আহত

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও কুষ্টিয়া জেলা পরিষদের সদস্য

মুজাহিদুল ইসলাম বাবলু সহ খোকসা উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারণ সম্পাদক আল মাছুম মুর্শেদ শান্ত ।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা আওয়ামীলীগের প্রস্তাবিত কমিটির সহ-সভাপতি সাহেব আলী।

কৃষিক্ষেত্রে উৎপাদন বাড়ানোর জন্য উন্নত বীজ

আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যালয়ের ২০০৪ সালের ২১ আগস্ট এর আওয়ামীলীগের প্রতিবাদ সমাবেশ বিএনপি- জামাত ও তার অঙ্গসংগঠনের

দোসরদের সহযোগিতায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার উপর গ্রেনেড হামলার নিহত ও আহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

খোকসায় আওয়ামী ও তাঁতীলীগের এ সময় প্রধানমন্ত্রীর দেহরক্ষী খোকসা উপজেলার নিহত মাহবুবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয়।

অনুষ্ঠানে খোকসা উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ-ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবকলীগ,

তাঁতীলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মহামারী করোনাভাইরাস এর কারণে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠান পরিবেশিত হয়।

Shopno Television
Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/

সাভার (ঢাকা) করেসপনডেন্ট

K.M. Tofazzel Hossain Cell Phone: 01716-951502, Cell – 01814-125142 Email: juwel5@yahoo.com Milling Address: K.S Monjil, 98/2 1st floor B#2, Road # 1, Bank town,Nama Ganda, Savar, Dhaka#1340 MBA Open Uni :2013 Fathers Name: Md. Liakat Hossain Mothers Name : Mst. Khalada Khatun Date of Birth: 08th December, 1983 Permanent Address: Vill: Kamilipur, P.O: Janipur (7020), P.S: Khoksa, Dist: Kushtia. Working Experience I was working as a (Territory officer) in the company of Akij Cement Company Ltd. At the side of Narsingdi. I was working as a (Area Manager) in the company of Alif Chemical Industry (AC-7) At the side of Gazipur, Savar. Now I have been working as a (Area Manager) in the company of Eastern Cement Industries ltd. at the side of saver.

3 thoughts on “খোকসায় আওয়ামী ও তাঁতীলীগের উদ্যোগে ২১ আগস্ট পালিত

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *