ভারতীয় নাসির বিড়ি এবং কয়লাসহ বারকী নৌকা আটক
ভারতীয় নাসির বিড়ি এবং কয়লাসহ বারকী নৌকা আটক করেছে সুনামগঞ্জ বিজিবি।
চিনাকান্দি বিওপির টহল দল আজ ২৩ আগস্ট দুুুুপুরে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ধনপুর ইউনিয়নের রজাপাড়া নামক স্থান হতে ৪২,০০০ পিস
ভারতীয় নাসির উদ্দিন বিড়ি আটক করে, যার মূল্য ৭১,৪০০ টাকা।
একই দিন লাউরগড় বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে
৮,৫০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার আনুমানিক মূল্য ১,১০,৫০০ টাকা।
ঝিনাইদহে সাপের কামড়ে দুই শিশুর মৃত্যু
টেকেরঘাট বিওপির টহল দল তাহিরপুর উপজেলাধীন উত্তর শ্রীপুর ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১,৩০০ কেজি ভারতীয় কয়লাসহ ০১টি বারকী নৌকা আটক করে,
যার আনুমানিক মূল্য ৬৬,৯০০ টাকা।
কুষ্টিয়ায় জেলা ক্রীড়া সংস্হার নির্বাচনী হাওয়া
আটককৃত ভারতীয় নাসির বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয় এবং কয়লাসহ বারকী নৌকা
শুল্ক কার্যালয় সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন
২৮ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মাকসুদুল আলম।
/ মোআসা
Pingback: নড়াইলে ক্ষতিগ্রস্থদের রেড ক্রিসেন্ট সোসাইটির ত্রান বিতরণ - দ্যা বাংলা ওয়াল