পোড়াদহ মেগাটেক ফাউন্ডেশনের লাইব্রেরী পরিদর্শন
পোড়াদহ মেগাটেক ফাউন্ডেশনের লাইব্রেরী পরিদর্শন করলেন সদর ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী।
কুষ্টিয়ার ঐতিহ্যবাহী পোড়াদহ বাজারের আইলচারা মেগাটেক ফাউন্ডেশনের উদ্দ্যোগে নির্মাণকৃত বইয়ের লাইব্রেরী পরিদর্শন করলেন
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন চৌধুরী।
মেগাটেক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোছাঃ সোনিয়া সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে সদর ইউএনও জুবায়ের হোসেন চৌধুরী বলেন
এলাকার মানুষের মেধা বিকাশে ও মননশীল মানুষ সৃষ্টিতে বই সহায়ক ভুমিকা পালন করে।
শিক্ষক ও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের চেক বিতরণ
অতএব মেগাটেক ফাউন্ডেশন লাইব্রেরী নির্মান করে পোড়াদহ আইলচারা অঞ্চলের জ্ঞান পিপাসুদের জ্ঞান অর্জনে আরও সহায়ক ভূমিকা পালন করবে।
বিশেষ অতিথি ছিলেন কুষ্টিয়া মডেল থানার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা,
আইলচারা ইউনিয়ন আ. লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোতালেব হোসেন জর্দ্দার।
কেশবপুর ও মণিরামপুরে অভিযান ভুয়া ডা. আটক
উপিস্থিত ছিলেন ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান মাসুদ রানা, সহকারী নির্বাহী পরিচালক জাহিদুল ইসলাম, হাফিজুর রহমান,
সোহেল রানা, সুনিয়া আক্তার, পুলিশ অফিসার আহসান, যুবলীগ নেতা শাহিনুর ইসলাম ধনি। অনুষ্ঠান পরিচালনা করেন
মেগাটেক ফাউন্ডেশন প্রধান নির্বাহী পরিচালক তানিয়া সুলতানা।
অতিথিবৃন্দ মেগাটেক ফাউন্ডেশনের কম্পিউটার প্রশিক্ষন কেন্দ্র, মেগাটেক বৃত্তি প্রকল্প, দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা প্রকল্প পরিদর্শন করেন।
/ কেএমতোহোজু