সেনাবাহিনীর উদ্যোগে কুষ্টিয়ায় ফ্রি চিকিৎসা সেবা
জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উপলক্ষে সেনাবাহিনীর উদ্যোগে কুষ্টিয়ায় ফ্রি চিকিৎসা সেবা ও ঔষুধ বিতরণ।
কুষ্টিয়া শহরের কুষ্টিয়া জিলা স্কুল মাঠে বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক গরীব ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন ৮জন চিকিৎসক।
ব্যবস্থাপনায় ছিলেন ৫৫ পদাতিক ডিভিশন এবং বাস্তবায়নে ৫৫ আর্টিলারি ব্রিগেড (১২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি)।
পুরুষ-মহিলা, শিশুদের স্বাস্থ্য সেবা, সাধারণ সমস্যা নিয়ে চিকিৎসা প্রদান এবং বিনামূল্যে ফ্রি ঔষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
শ্রীপুরে হামলা নির্যাতনের ব্যাখ্যা দিলেন বক্তারা
গতকাল সারাদিনব্যাপী এরিয়া কমান্ডারের অধিনে এ স্বাস্থ্যসেবা ও ঔষুধ বিতরণ করেন।
কার্যক্রমের উদ্বোধন করেন যশোর সেনানিবাসের ৫৫ পদাতিক ডিভিশনের অধিনস্থ লে.কর্ণেল মাঈনুল হক। শুভ উদ্বোধন শেষে স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে,
শৃঙ্খলার সাথে দুরুত্ব বজায় রেখে দিনব্যাপি চিকিৎসা সেবা প্রদান করা হয়।
এছাড়া পরীক্ষা-নিরিক্ষার মাধ্যমে বিনামূল্যে ঔষুধ বিতরণের পাশাপাশি সকলকে ১টি করে মাস্ক ও সাবান দেওয়া হয়।
সেনাবাহিনীর চিকিৎসক দ্বারা অসহায় মানুষেরা চিকিৎসা সেবা পেয়ে সন্তোষ প্রকাশ করেন।
সেনাবাহিনীর উদ্যোগে কুষ্টিয়ায় চিকিৎসা সেবা নিতে আসা এসব অসহায় মানুষের সাথে কথা বললে তারা বলেন-
সেনাবাহিনী আমাদের যে বিনামূল্যে ঔষুধ দিলেন তাতে আমরা খুবই খুশি।
তাছাড়া তারা আমাদের রোগের খোঁজ খবর নেন ও ঔষুধ দেন এবং মাস্কসহ সাবান দেন, এতে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ।
নওগাঁয় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে লে.কর্ণেল মাঈনুল হক বলেন- বাংলাদেশ সেনাবাহিনী সারাদেশে করোনা পরিস্থিতি শুরুর পরপরই সকল শ্রেণি পেশার মানুষকে
করোনা সচেতন করতে সামাজিক দূরত্ব মানার পাশাপাশি, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্ক বিতরণসহ দরিদ্র দুস্থদের মাঝে খাদ্য সহায়তা ও স্বাস্থ্যসেবা প্রদান করে আসছে।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে কুষ্টিয়ার গরীব,
দুস্থ অসহায়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে যশোর থেকে ৮ জন বিশেষজ্ঞ চিকিৎসকগণ এসে
তাদের বিনামূল্যে চিকিৎসা কার্যক্রম করলেন এবং ঔষুধ প্রদান করা হয়েছে।
/ কেএমতোহোজু
Pingback: শ্রীপুরের এমসি বাজারে রাস্তা পারাপারে নেই ফুটওভার ব্রিজ - দ্যা বাংলা ওয়াল
Pingback: জাতির পিতার নৃশংসভাবে হত্যার মরণোত্তর বিচারের দাবি - দ্যা বাংলা ওয়াল
Pingback: হবিগঞ্জে ছুরিকাঘাতে রিকশা চালক খুন - দ্যা বাংলা ওয়াল