তালায় মেয়ের উপর অভিমান করে পিতার আত্মহত্যা
তালায় মেয়ের উপর অভিমান করে পিতার আত্মহত্যা, সাতক্ষীরা জেলা তালা উপজেলা খলিলনগর ইউনিয়নে
হাজরাকাটি গ্রামে সনিয়া নামে এক মেয়ের বাবা আবু সাঈদ, পিতা মৃত জব্বার গাজী নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।
২৫ শে আগষ্ট সন্ধ্যায় বিশ পানে আত্মহত্যা করেন।
এলাকাবাসী জানান যে, আবু সাঈদ তার মেয়ে সোনিয়া খাতুনকে ভালো ছেলের সাথে বিয়ে দেন।
সেখানে কিছুদিন সংসার করার পর একই গ্রামের মোকবুল গাজীর ছেলে নাজমুল গাজীর সাথে সম্পর্ক করে বিয়ে করে।
সেখানে অনেক দিন সংসার করার পর তাদের তালাকের মাধ্যমে ছাড়াছাড়ি হয়।
রোহিঙ্গাদের ভার কতদিন বইবে বাংলাদেশ, আজ ২৫ আগষ্ট
সেই মেয়ে নাজমুলের সাথে পুনরায় সংসার করার জন্য বাড়ি থেকে নগদ ১,১০,০০০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায়।
পরবর্তীতে জানা যায় যে মেয়ে তালায় একটি ভাড়া বাড়িতে একা থাকে।
হঠাৎ করে কিছুদিন আগে সোনিয়ার পরিবার জানতে পারে যে, সে সাত মাসের অন্তঃসত্ত্বা।
তবে নাজমুলের সাথে সরকারি অনুযায়ী বিয়ে হয় এক মাস আগে।
নাজমুল তাকে প্রহার করে তাড়িয়ে দেয় এবং সে তার বাচ্চাকে অস্বীকার করে।
উক্ত বিষয় নিয়ে তালা থানায় একটি অভিযোগ দায়ের করেন সনিয়া বেগম সেখান সালিশের মাধ্যমে
এক লাখ বিশ হাজার টাকা দিয়ে মীমাংসা করে নেয় নাজমুল এর পরিবার।
হবিগঞ্জে ছুরিকাঘাতে রিকশা চালক খুন
এই অপমান সইতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেয় আবু সাঈদ গাজী।
এই বিষয়ে নিয়ে সনিয়ার চাচাতো ভাই নাহিদ আরো জানান যে কিছু দিন আগে মেয়েটা অসহায় হয়ে পড়ে।
তার এই অসহায়ত্বকে সহ্য করতে না পেরে হাজরাকাটি গ্রামের কেরামতের স্ত্রী তাকে আশ্রয় দেন কিন্তু সেখানে তারা আর রাখতে না চাইলে
পরে এলাকাবাসী মেয়েকে তার বাবার বাড়িতে উঠিয়ে দেয়।
যার কারনে রাগে ও ক্ষোপে বিষ পান করেন।
তালায় মেয়ের উপর অভিমান করে পিতার আত্মহত্যা বিষয়ে তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন যে মৃত্যুর বিষয়টি আমি শুনছি।
/ জহাসা
Pingback: ৪৫তম শাহাদাত বার্ষিকীতে নড়াইলে ত্রান বিতরণ - দ্যা বাংলা ওয়াল
Pingback: হবিগঞ্জে জরায়ু কেটে দেয়া সেই নারীর জ্ঞান ফিরেনি দুই দিনেও - দ্যা বাংলা ওয়াল