রংপুরের গংগাচড়ায় পরকীয়ার জেরে পাড়ি জমালেন স্ত্রী
রংপুরের গংগাচড়ায় পরকীয়ার জেরে দুলাভাইয়ের সাথে পাড়ি জমালেন স্ত্রী।
গঙ্গাচড়ায় স্বামী ও দুই সন্তান রেখে পরকীয়ায় আসক্ত হয়ে দুলাভাই’র সাথে পালিয়ে যাওয়ার অভিযোগ
পাওয়া গেছে রোজিনা বেগম (২৭) নামে এক নারীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বেতগাড়ী ইউনিয়নের চারআনী শেরপুর গ্রামে।
এ ঘটনায় বুধবার তার স্বামী বাদী হয়ে গঙ্গাচড়া মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে জানা যায়, ওই গ্রামের মৃত আজিজার রহমানের ছেলে আজিজুল ইসলাম কালু’র সাথে প্রায় ১৭ বছর আগে বিয়ে হয়
একই উপজেলার আলমবিদিতর ইউনিয়নের ডাঙ্গী পাইকান গ্রামের হাসিম উদ্দিনের মেয়ে রোজিনা বেগমের।
সংসার জীবনে তাদের দুই সন্তান রয়েছে।
শার্শায় অবৈধ বালু উত্তোলন : ২ লাখ টাকা জরিমানা আদায়
বিয়ের পর থেকেই রোজিনা তার দুলা ভাই আলমবিদিতর ইউনিয়নের মেছনীকুন্ডা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে
দুলাল মিয়ার (৪০) সাথে পরকীয়ায় জড়িয়ে পড়ে।
রংপুরের গংগাচড়ায় পরকীয়ার জেরে বেশ কিছুদিন আগে তারা দুজনে একবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল।
পরে সেখান থেকে রোজিনাকে বুঝিয়ে তার স্বামী বাড়িতে নিয়ে আসে।
পরবর্তীতে গত ২৫ জুলাই আবারও রোজিনা বাড়ি থেকে তার দুলাভাইর হাত ধরে পালিয়ে যায়।
শ্রীপুরে বঙ্গবন্ধুর জীবন-কর্ম নিয়ে আলোচনা সভা
সে সময় রোজিনার স্বামী কালু কাজের জন্য বাড়ির বাইরে অবস্থান করছিল।
পালিয়ে যাওয়ার সময় রোজিনা নগদ ১ লাখ ৩০ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায় বলে কালু মিয়া জানান।
এ বিষয়ে গংগাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ সুসান্ত কুমার জানান অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
Pingback: সুনামগঞ্জে অনলাইন কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ - দ্যা বাংলা ওয়াল