আইন- আদালতজীবনশৈলীদেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসব খবরসর্বশেষ

মামলার নির্দেশ ডা. সাবরিনার এনআইডি ব্লক

মামলার নির্দেশ ডা. সাবরিনার এনআইডি ব্লক, তথ্য জালিয়াতি করে দ্বৈত ভোটারের অভিযোগে ডা. সাবরিনা চৌধুরীর

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ব্লক করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার ডা. সাবরিনার দ্বিতীয় এনআইডি ব্লক করা হয়। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব মো. আলমগীর।

এদিকে দুইটি জাতীয় পরিচয়পত্র নেওয়ায় সাবরিনার বিরুদ্ধে মামলা দায়ের করতে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগকে নির্দেশ দিয়েছে ইসি।

দুই এনআইডিতে ডা. সাবরিনা দুই ঠিকানা ব্যবহার করেছেন।

শেখ হাসিনার দূরদর্শিতায় দেশ আজ উন্নত দেশের দিকে

উপ-নির্বাচন : নওগাঁ-৬ মোটরবাইক শোভা যাত্রা

একটিতে মোহাম্মদপুরের পিসিকালচার হাউজিং সোসাইটির ঠিকানা অন্যটিতে বাড্ডা এলাকার প্রগতি সরণির আনোয়ার ল্যান্ডমার্কের ঠিকানা ব্যবহার করা হয়েছে।

ভোটার তালিকা আইন-২০০৯ অনুযায়ী, দ্বৈত ভোটার হওয়া বা চেষ্টার বিষয়টিকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য করা হয়।

মামলার নির্দেশ ডা. সাবরিনার এ ক্ষেত্রে অন্তত দুই বছর জেল ও জরিমানা বা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে।

Shopno Television
Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *