কূটনীতিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবে বিএনপি
দেশের চলমান পরিস্থিতি তুলে ধরতে কূটনীতিকদের সঙ্গে একটি ভার্চুয়াল বৈঠক করবে বিএনপি।
রাজনৈতিক পরিস্থিতি, করোনা, দুনীতি, গুম-খুনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।
আগামী মাসের শুরুতে বৈঠকটি আয়োজনের প্রস্তুতি চলছে।
কুষ্টিয়ার কুমারখালীতে জলাশয়ে মাছের পোনা অবমুক্ত
কূটনীতিকদের সঙ্গে একটি বৈঠকে আমন্ত্রণ জানানোর জন্য ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসনের সঙ্গে
সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বৃহস্পতিবার রাজধানীর বারিধারায় ব্রিটিশ হাইকমিশনারের কার্যালয়ে এ সাক্ষাৎ হয় বলে একটি সূত্র জানিয়েছে।
তবে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমে এ বিষয়ে কিছু জানানো হয়নি।
সাক্ষাৎকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ছিলেন বিএনপির নির্বাহী কমিটি ও কূটনৈতিক উইংয়ের সদস্য তাবিথ আউয়াল।
তিনি বলেন, ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে দলের মহাসচিবসহ সিনিয়র নেতাদের প্রায়ই দেখা-সাক্ষাৎ হয়।
বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে ৯২০০ গ্রাম স্বর্ণসহ আটক
এটা তারই অংশ।সূত্র জানায়, বিএনপি নেতাদের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক হয়।
এ সময় দেশের সবশেষ রাজনৈতিক পরিস্থিতি,গুম-খুনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
Pingback: নড়াইল হাসপাতালে স্থাপন ৪৫ মিনিটে করোনা পরীক্ষার মেশিন - দ্যা বাংলা ওয়াল
Pingback: বদলির ক্ষেত্রে এক অনন্য নজির স্থাপন সুনামগঞ্জে - দ্যা বাংলা ওয়াল