রংপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে রুগী মৃত্যু
রংপুরে মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেনের অভাবে মোশারফ হোসেন নামে (৬৫) এক রুগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।
এ ঘটনায় তাঁর স্বজনেরা জরুরি বিভাগের অনেক জিনিসপত্র তছনছ করেছে।
রোববার রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটেে।
এনিয়ে সোমবার সঠিক কারণ জানতে একটি তদন্ত কমিটি গঠন করেছে স্বাস্থ্য বিভাগ।
হাসপাতাল মারা যাওয়া মোশারফ হোসেন উপজেলার লতিফপুর ইউনিয়নের বাসিন্দা
নিহতের স্বজনদের অভিযোগ সূত্রে জানা যায়,
নিজ বাড়িতে শারীরিক দুর্বলতা দেখা দিয়ে রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মোশারফ হোসেনকে জরুরি বিভাগে নেওয়া হয়।
রংপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরে স্বাস্থ্যের অবনতি হলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়।
এতে তাঁর শ্বাসকষ্টসহ নানা জটিলতা দিলেও দীর্ঘ সময় তাকে অক্সিজেন দেওয়া হয়নি।
নাগরপুরে কৃষি অফিসের জায়গা দখল করে গৃহ নির্মান
এ অবস্থায় রাত ৯টার দিকে তিনি মারা যান।
চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলে নিহতের স্বজনরা জরুরি বিভাগের টেবিল-চেয়ারসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করে।
এতে গোটা হাসপাতালে ভীতির সৃষ্টি হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল হাকিম বলেন, ওই রোগীর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়।
এর মধ্যে শরীরে দ্রুত হাইপো ভলিমিক শক প্রাপ্ত হন এবং তিনি মারা যান।
সাতক্ষীরা ট্রলি চালকের বাড়িতে লুটপাট : গ্রেফতারের দাবি
চিকিৎসকের দায়িত্বে অবহেলার অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মিঠাপুকুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,
রোগী মারা যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে নিহতের স্বজনরা উত্তেজিত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চেয়ার-টেবিল ভাঙচুর করেছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেন।
Pingback: লক্ষ্মীপুরে ভাই হত্যার বিচার চেয়ে মামলা - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোর ২৫০ শয্যা হাসপাতালে করোনা ইউনিট চালু হচ্ছে - দ্যা বাংলা ওয়াল