হবিগঞ্জের মাছ বাজারে পিরানহা জাতীয় সাকার ফিশ বিক্রি
হবিগঞ্জের চুনারুঘাট মাছ বাজারে পিরানহা জাতীয় সাকার ফিশ বিক্রি হয়েছে।
আজ বুধবার চুনারুঘাট দক্ষিণ বাজারে এই পিরানহা জাতীয় সাকার ফিশ বিক্রি করতে দেখা গেছে।
ক্রেতারা অনেকেই জানান, আমরা এই রকম মাছ কখনো দেখিনি, এর অপকারীতা সম্পর্কে অবগত নই,
অনেক গরীব মানুষেরা স্বল্পদামে মাছটি পাওয়ায় কিনে নিতে দেখেছি।
এদিকে অনুসন্ধানে জানা যায়,সাকার ফিশ সাধারনত টয়লেট বা বিভিন্ন নোংরা খেয়ে জীবনধারণ করে।
একোরিয়ামের ময়লা পরিস্কার রাখার জন্য অন্যান্য মাছের সাথে সাকার ফিশকেও একোরিয়ামে রাখা হয়৷
একোরিয়ামের ময়লা পরিস্কার করার জন্য তাকে সাকার বা চুষাক মাছ বলা হয়।
তালায় বধ্যভূমি সংরক্ষণ ও স্মৃতিস্মম্ভ নির্মানে ভিত্তিপ্রস্তর স্থাপন
সামুদ্রিক ব্ল্যাক সি বাশ দেখতেও কিছুটা এই মাছের মতো।
তাই বাজারে সাকার ফিশকে ব্ল্যাক সি নামেও অনেক সময় বিক্রি করতে দেখা যায়।
মুক্তিযুদ্ধের ৫নং সেক্টরের সদর দপ্তরে বৃক্ষরোপন
গবেষকরা বলছেন, সাকার ফিশ সাধারনত ভারতে বেশি পাওয়া যায়৷ এবার বন্যার কারনে হয়তো বাংলাদেশে এই মাছ বেশি করে প্রবেশ করেছে৷
এই মাছ পিরানহা মাছের মতো নাকি অন্যান্য ছোট মাছও খায় যা জীব-বৈচিত্রে ব্যাপক প্রভাব ফেলে ৷
হবিগঞ্জের মাছ বাজারে পিরানহা চুনারুঘাটে সাকার ফিশ বিক্রি করতে আসা বিক্রেতার প্রতি প্রশাসনিক পদক্ষেপ কামনা করেছেন বাজারের ক্রেতারা।
Pingback: রাণীনগর উপজেলায় যুবদলের কর্মী ও মতবিনিময় সভা - দ্যা বাংলা ওয়াল