ক্ষুধা লাগলে খেয়ে যান, ফ্রি হোটেল উদ্বোধন হবে শুক্রবার
ক্ষুধা লাগলে খেয়ে যান এই ব্রত নিয়ে ক্ষুধার্থ মানুষের দু‘মুঠো খাবার খাওয়ানো এবং মানব সেবার ব্রত নিয়ে যশোরের শার্শা উপজেলার নাভারণে
পথ শিশু ও পাগলদের ফ্রি খাবার বাড়ির শুভ উদ্বোধন করা হবে শুক্রবার (৩ সেপ্টেম্বর) সকাল ১১টায়।
নাভারণ গার্লস স্কুল সংলগ্ন বাদল নার্সারীর মালিক বাদল হোসেনের পরিচালনায় ফ্রি খাবার বাড়িটি পরিচালনা করা হবে।
দেশে এই প্রথম পথ শিশু ও পাগলদের জন্য ‘ফ্রি খাবার বাড়ি’ উদ্বোধন হচ্ছে। মানব সেবা হেল্প ফাউন্ডেশনের সহযোগিতায় এবং
দেশ সেরা উদ্ভাবক মিজানুর রহমানের উদ্যোগে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন
নাভারণ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার জুয়েল ইমরান।
সিরাজগঞ্জের সলঙ্গায় গলায় দড়ি দিয়ে যুবকের আত্যহত্যা
করোনা শুরু থেকে টানা ১৬০ দিন মানব দরদি মিজানুর রহমান খুঁজে খুঁজে বুদ্ধি প্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষকে খাবার পৌঁছে দিয়ে চলেছেন।
সেই সাথে মাক্সও বিতরণ করেছেন।
বঙ্গবন্ধু দিয়েছেন স্বাধীনতা, শেখ হাসিনা দিচ্ছেন উন্নয়ন
সেই চিন্তা থেকেই ফ্রি হোটেল করার স্বপ্ন।
”ক্ষুধা লাগলে খেয়ে যান” এই হোটেলে বসে বিনা পয়সায় প্রতিদিন দুপুরে বুদ্ধি প্রতিবন্ধী, পথশিশু, ছিন্নমূল মানুষ, শ্রমিক, ভ্যান-রিকশা চালক,
পরিচ্ছন্নতাকর্মীরা খেতে পারবেন প্রতিদিন কমপক্ষে ১০০ জন।