হবিগঞ্জের আবাসিক হোটেল থেকে এক ব্যক্তি উদ্ধার
হবিগঞ্জের একটি আবাসিক হোটেল থেকে তিন দিন পর ঢাকা থেকে অপহরণ হওয়া এক ব্যক্তিকে উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশ।
এ সময় দুই অপহরণকারীকে আটক করা হয়।
আজ শুক্রবার দুপুরে হবিগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা।
এর আগে গত বুধবার রাতে অভিযান চালিয়ে শহরের সিনেমা হল রোড এলাকার আবাসিক হোটেল ‘পলাশ’ থেকে অপহৃতকে উদ্ধার করা হয়।
পুলিশ সুপার বলেন- ঢাকা তেজগাঁও ‘সিভিল এভিয়েশন স্কুল এন্ড কলেজের’ ক্লিনার আলতাফ হোসেনের মোবাইলের বিকাশ একাউন্টে ১ লাখ টাকা রয়েছে
জানতে পেরে তাকে অপহরণের পরিকল্পনা করে পূর্ব পরিচিত শরবত বিক্রেতা মনিরুল ইসলাম।
রাণীনগর-কালীগঞ্জ ২২ কিলোমিটার রাস্তার কাজ
গত ৩১ আগস্ট আলতাফ হোসেনকে অপহরণ করে হবিগঞ্জের আবাসিক হোটেল এ হবিগঞ্জ নিয়ে আসে মনিরুলসহ দুই অপহরণকারী।
পরে তারা আলতাফ হোসেনের পরিবারের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ক্ষুধা লাগলে খেয়ে যান, ফ্রি হোটেল উদ্বোধন হবে শুক্রবার
আলতাফ হোসেনকে না পেয়ে তার পরিবার তেজগাঁও থানায় সাধারণ ডায়েরি করেন এবং
বিষয়টি র্যাবকে অবগত করলে র্যাব জানতে পারে তারা হবিগঞ্জ রয়েছে।
এ খবর হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের কাছে আসলে পুলিশ অভিযান চালিয়ে তাকে উদ্ধার করে।