আন্তর্জাতিকআবহাওয়াশিরোনামসব খবরসর্বশেষ

জাপানে আঘাত হেনে দক্ষিন কোরিয়ার দিকে ‘হাইশেন’

জাপানে শক্তিশালী টাইফুন হাইশেন আঘাত হেনে সোমবার দক্ষিণ কোরিয়ার দিকে ধেয়ে যাচ্ছে। এদিকে টাইফুনের প্রভাবে জাপানে প্রবল বাতাস ও ভারী বৃষ্টিপাত হয়েছে।

এছাড়া দেশটির লাখ লাখ লোককে অন্যত্র সরিয়ে নেয়ার সতর্কতাও জারি করতে হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আশংকার চেয়ে জাপানে টাইফুনের কারণে ক্ষয়ক্ষতি কম হয়েছে।

দেশটির দক্ষিণাঞ্চলীয় কেউশু দ্বীপের শত শত বাড়িঘর বিদ্যুৎ বিহীন হয়ে পড়েছে।

এছাড়া বেশকিছু লোক সামান্য আহত হয়েছে বলে সম্প্রচার কেন্দ্র এনএইচকে জানিয়েছে।

একটি মাছি মারতে গিয়ে উড়ে গেল রান্নাঘরসহ ছাদ

সেইসঙ্গে টাইফুন শক্তিশালী রূপ নিতে পারে এই আশংকায় শত শত ফ্লাইট বাতিল ও ট্রেন চলাচল বন্ধ করে দেয়া হয়েছিল।

কিন্তু সোমবার সকাল থেকেই সব দ্রুত স্বাভাবিক হতে শুরু করে।

ঢাকা-৫ ও নওগাঁ-৬ বিএনপির ফরম বিক্রি বৃহস্পতিবার

জাপানে আঘাত হেনে দক্ষিন কোরিয়ার দিকে টাইফুনটি স্থানীয় সময় সকাল ৭টার দিকে উত্তরাঞ্চলীয় টিশুসিমা দ্বীপের ৩০ কিলোমিটার দূরে অবস্থান করছিল।

এ সময়ে বাতাসের গতিবেগ ছিল ঘন্টায় ২১৬ কিলোমিটার।

ঝড়টি বড়ো ও শক্তিশালী রূপ নিতে পারে এ ধরণের পূর্বাভাস থাকলেও রোববার রাত থেকে এটি দূর্বল হতে শুরু করে।

Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/
Shopno Television
http://shopno-tv.com/

One thought on “জাপানে আঘাত হেনে দক্ষিন কোরিয়ার দিকে ‘হাইশেন’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *