দেশব্যাপীআইন- আদালতস্বাস্থ্য এবং চিকিৎসাশিরোনামসর্বশেষসব খবর

ইউএনও ওয়াহিদার ডান পাশ এখনো অবশ

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও ওয়াহিদার দেহের ডান পাশ এখনো অবশ রয়েছে বলে জানিয়েছেন

রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স হাসপাতালের যুগ্মপরিচালক অধ্যাপক ডা. বদরুল আলম।

তিনি জানান, আগামী শনিবার তার মাথার সেলাই কাটা হতে পারে। সে পর্যন্ত তাকে হাসপাতালের এইচডিইউতেই (হাই ডিপেন্ডেন্সি ইউনিট) রাখা হবে।

শক্তিশালী বিরোধীদলের ভূমিকা গুরুত্বপূর্ণ দেশকে এগিয়ে নিতে

এছাড়া সার্বিকভাবে তার অবস্থা প্রায় স্বাভাবিক রয়েছে। তার পূর্ণ জ্ঞান রয়েছে, পরিবারের সদস্য এবং চিকিত্সকদের সঙ্গে কথা বলছেন।

তাকে স্বাভাবিক খাবার দেওয়া হচ্ছে।

হাসপাতালের নিউরো ট্রমা বিভাগের প্রধান ও ওয়াহিদার মেডিকেল বোর্ডের প্রধান ডা. মোহাম্মদ জাহেদ হোসেন জানান,

ইউএনও ওয়াহিদার ডান পাশ শক্তি নেই, কিন্তু বোধ আছে।

খালেদা জিয়ার বিদেশ যাওয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার চায় বিএনপি

চিমটি কেটে ব্যথা দিলে বুঝতে পারেন, স্পর্শ করলে বুঝতে পারেন।

কিন্তু হাতে কোনো শক্তি নেই, হাত নাড়াতে পারেন না। ফিজিওথেরাপি চলছে।

ফিজিওথেরাপি দেওয়ার পর শারীরিক অবস্থার কতটুকু উন্নতি হয় সেটা সময় হলে বোঝা যাবে।

গত ২ সেপ্টেম্বর রাতে দিনাজপুরের ঘোড়াঘাটের ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীকে হাতুড়ির আঘাতে গুরুতর জখম করে দুর্বৃত্তরা।

Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/
Shopno Television
http://shopno-tv.com/

One thought on “ইউএনও ওয়াহিদার ডান পাশ এখনো অবশ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *