সিলেটের পর্নোগ্রাফি মামলায় গ্রেফতার নবীগঞ্জের নাজমুল
নবীগঞ্জের মোঃ নাজমুল আলম (৩২) সিলেটের পর্নোগ্রাফি আইনে দায়ের কৃত এক মামলায় গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গলবার গভীর রাতে পৌরসভার জয়নগর এলাকা থেকে গ্রেফতার করে নবীগঞ্জ থানা পুলিশ।
হবিগঞ্জে কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনে সংসদে বিল পাস
জানা যায়, সিলেট কোতায়তলী থানায় জনৈকা এক মহিলা পর্নোগ্রাফি আইনে নাজমুল আলমের বিরুদ্ধে জিআর ৬২০/১৯ নং মামলা দায়ের করেন।
ওই মামলায় নাজমুল আলম দীর্ঘদিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল।
চারঘাটে দিনব্যাপী জৈব বালাইনাশক প্রযুক্তির কৃষক প্রশিক্ষণ
গত মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার এএসআই আক্তার হোসেনসহ
সিলেটের পর্নোগ্রাফি মামলায় একদল পুলিশ অভিযান চালিয়ে তাকে জয়নগর থেকে গ্রেফতার করে।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ওসি (তদন্ত) উত্তম কুমার দাশ।