চাঁদাবাজির দায়ে পদ হারিয়ে গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা
নওগাঁর মহাদেবপুর উপজেলায় চাঁদাবাজির দায়ে পদ হারিয়ে গ্রেপ্তার হলেন ছাত্রলীগ নেতা।
ব্যবসায়ীর কাছ থেকে চাঁদা না পেয়ে মারধর করার ঘটনায় নওগাঁর মহাদেবপুর উপজেলার ছাত্রলীগের সভাপতি রাজুকে বহিষ্কৃত করা হয়েছে।
পরে উপজেলা ছাত্রলীগের সভাপতি ও তার দুই সহযোগীকে ঢাকা থেকে আটক করেছে পুলিশ।
আ: লীগের মনোনয়ন প্রত্যাশীদের ফরম সংগ্রহ শুরু
নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল আক্তা বুধবার ১৬ সেপ্টেম্বর দুপুরে বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদে ঢাকা থেকে উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ওই তিনজনকে আটক করা হয়।
প্রাথমিকভাবে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে রাখা হয়েছে।
প্রসঙ্গত, গত ৫ সেপ্টেম্বর মহাদেবপুর বাজারে একটি মোবাইল ফোন নিয়ে বিরোধের জেরে রাজু ও তার সহযোগীরা প্রকাশ্যে
সোহেল রানা নামে এক ব্যবসায়ীকে মারধর করেন।
কুষ্টিয়ার সেনাবাহিনীর উদ্যোগে গর্ভবতী মায়েদের ফ্রি চিকিৎসা
এ ঘটনায় সোহেল বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন।
পরে মারপিটের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।
চাঁদাবাজির দায়ে পদ হারিয়ে গ্রেপ্তারের আগে থেকেই রাজু ও তাঁর সহযোগীরা পলাতক ছিলেন।