দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজশিরোনামসর্বশেষসব খবর

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

ঝিনাদইহ প্রতিনিধি: ঝিনাইদহে হরিণাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে

দু’দল গ্রামবাসীর অন্তত ২৫ জন আহত হয়েছে। বুধবার সকালে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে ওই গ্রামের আওয়ামী লীগ নেতা আশরাফুল ইসলাম ও রুজদার আলীর মধ্যে

সামাজিক আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল।

তালায় ইভটিজিংয়ের দায়ে যুবকের ১ বছরের কারাদন্ড

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম ও স্থানীয় মাতব্বর রুজদার আলীর লোকজন স্থানীয়

গজারিয়া বিলে মাছ ধরাকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এতে উভয় পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়।

ভাংচুর করা হয় দোকানসহ ঘরবাড়ি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।

কালিহাতীতে পারিবারিক কলহের জেরে নারীর আত্মহত্যা

আহতদের উদ্ধার করে হরিণাকুন্ডু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হরিণাকুন্ডু থানার ওসি আব্দুর রহিম মোল্লা বলেন, ঘটনার সংবাদ শুনে পুলিশ পাঠানো হয়েছিল।

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

পুনরায় সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

/ শোউ

Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/
Shopno Television
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters

One thought on “ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *