জাতীয়আইন- আদালতজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

সাহেদের অস্ত্র মামলার যুক্তিতর্ক আজ

সাহেদের অস্ত্র মামলার যুক্তিতর্ক আজ, আদালতে নিজেকে নির্দোষ দাবি।
অস্ত্র আইনের মামলায় নিজেকে নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আর্জি জানিয়েছেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান সাহেদ করিম।
গতকাল বুধবার ঢাকা মহানগর দায়রা জজ আদালতে এই দাবি করে তিনি বলেন, আমার কাছ থেকে কোনো অস্ত্র উদ্ধার হয়নি।

কেশবপুরে মানসিক প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগ

আমি সম্পূর্ণ নির্দোষ।
এ পর্যায়ে আদালতের বিচারক কে এম ইমরুল কায়েশ তার কাছে জানতে চান,
তিনি এই মামলায় আত্মপক্ষ সমর্থনে বক্তব্য দেবেন কি না।

জবাবে সাহেদ করিম বলেন, আত্মপক্ষ সমর্থনে কোনো বক্তব্য দেওয়ার ইচ্ছা আমার নাই।

এরপরই আদালত আজ বৃহস্পতিবার এই মামলায় রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপনের জন্য দিন ধার্য করে দেয়।

রংপুরের গংগাচড়ায় বজ্রপাতে নিহত ১

মঙ্গলবার এই মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত ঘোষণা করে আদালত।

এরপর আত্মপক্ষ সমর্থনের জন্য দিন ধার্য করা হয়।

সাহেদের অস্ত্র মামলার যুক্তিতর্ক আজ, এর আগে ১৪ সাক্ষীর মধ্যে তিন দিনে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করে আদালত।

গত ১৫ জুলাই সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে র্যাব।

পরে হেলিকপ্টারে করে তাকে ঢাকায় আনা হয়।

ঝিনাইদহে দু’পক্ষের সংঘর্ষে আহত ২৫

পরদিন করোনা পরীক্ষার নামে ভুয়া রিপোর্টসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে দায়ের করা মামলায় সাহেদের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

পরে তাকে নিয়ে অভিযানে যায় ডিবি পুলিশ। অভিযানে তার দেখানো মতো জায়গা থেকে অস্ত্র উদ্ধার করে পুলিশ।

Shopno Television
The Bangla Wall
http://shopno-tv.com/
Shopno Television
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *