শার্শায় দুই সন্তানের জননী আত্মহত্যা স্বামী পলাতক
যশোরের শার্শায় সাতমাইলে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে দুই সন্তানের জননী মমতাজ বেগম (৩৩) নামে এক গৃহবধূ।
নিহত মমতাজ শার্শার রুদ্রপুর গ্রামেরআব্দুল্লার স্ত্রী ও সাতক্ষীরা জেলার আশাশুনি থানার গড়পুতা গ্রামের মহাতাবের মেয়ে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাগ আঁচড়া ইউনিয়নের সাত মাইল রাশেদের চাতালের ভেতর আত্নহত্যা করে।
কুড়িগ্রামে দুর্নীতি করছেন সাবেক ছিটমহলের মাদ্রাসা সুপার
স্থানীয় ইউপি সদসা আলমগীর জানান, শুক্রবার সকালে ঘটনাটি শুনে ঘটোনাস্থলে এসে দেখি ঘরের আড়ার সাথে নিথর দেহ ঝুলে আছে।
পরে পুলিশে খবর দেয়া হয়। পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় মরদেহ নামানো হয়।
শার্শায় দুই সন্তানের জননী মমতাজ বেগমের স্বামী পালাতক রয়েছে।
বাগআঁচড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উত্তম কুমার বিশ্বাস জানান, ঘটনাটি স্হানীয় ইউপি সদসা থানায় জানানো পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় পুলিশের অভিযানে ৩৮ মাদকসেবী আটক
লাশটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ময়না তদন্তের রিপোট হাতে পেলে মৃতের কারন জানা যাবে।