লাভের স্বার্থে চালের দাম বাড়ালে ছাড় নয়: খাদ্যমন্ত্রী
লাভের স্বার্থে চালের দাম বাড়ালে ছাড় নয়: খাদ্যমন্ত্রী।
আমাদের খাদ্যের কোন ঘাটতি নেই। দেশে পর্যাপ্ত পরিমাণে খাদ্য মজুত রয়েছে।
চলতি মৌসুমে কৃষক ও ভোক্তাদের সমন্বয়ে আমদানি নীতি তৈরি করেছে সরকার।
তালা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতির স্বরনসভা অনুষ্ঠিত
এরপরও যদি কোন চাল মালিক বা মিল ব্যবসায়ীরা নিজেদের লাভের স্বার্থে চালের দাম বাড়ালে তাঁদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা
নেওয়া হবে বলে হুঁসিয়ারি উচ্চারণ করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
রবিবার ২০ সেপ্টেম্বর দুপুরে সাপাহার উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁসিয়ারি উচ্চারণ করেন।
সরকার চলতি মৌসুমে কৃষক-ভোক্তাদের সমন্বয়ে চাল আমদানি নীতিমালা প্রস্তুত করেছে জানিয়ে তিনি আরও বলেন,
‘চাল আমদানী নীতিমালা অনুযায়ী আমরা চাল কিনেছি। ফলে কৃষকরা ন্যায্য মূল্য পেয়েছে।’
জমির দখল পেতে ১৫০ ভূমিহীন পরিবারের স্মারকলিপি প্রদান
অনুষ্ঠানে সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন-
উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহজাহান হোসেন, সহকারি কমিশনার (ভূমি) সোহরাব হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ার আব্দুর রশীদ এবং
উপজেলা আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম শাহ চৌধুরী প্রমূখ।
Pingback: শার্শায় বিভিন্ন সামগ্রী বিতরণ করলেন আফিল উদ্দিন এমপি - দ্যা বাংলা ওয়াল
Pingback: ঝিনাইদহে বিয়ের পিড়ীতে ৭৫ বছর বয়সী বৃদ্ধ! - দ্যা বাংলা ওয়াল