যশোরে চালককে ছুরিকাহত করে ইজিবাইক ছিনতাই
যশোরে চালককে ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনতাইকালে দুর্বৃত্ত আকাশ (১৭) ও রাজিবুল (১৪) গণপিটুনির শিকার হয়েছে।
শুক্রবার গভীররাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের ধানঘাটা এলাকায় ঘটনাটি ঘটে।
ইজিবাইল চালক খোকনকে (৬০) যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর চিকিৎসক খুলনায় রেফার্ড করেছেন।
শ্রীপুরে পুলিশের অস্ত্র গুলি ছিনতাই : উদ্ধার মামলা গ্রেপ্তার
আর দুই দুর্বৃত্ত যশোর হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।
কোতয়ালি থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন,
ঘটনার রাতে দুই যুবক ধানঘাটা এলাকায় চালক খোকনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে ইজিবাইক ছিনিয়ে নেয়ার চেষ্টা করে।
খোকনের বাড়ি শহরতরীর ঝুমঝুমপুর এলাকায়।
যশোরে চালককে ছুরিকাহত করে ছিনতাইয়ের সময় তিনি চিৎকার দিলে আশেপাশের লোকজন
এগিয়ে এসে দুই যুবককে ধরে গণপিটুনি দেয়।
হবিগঞ্জে চালের বাজারে অস্থিরতা বাড়ছে
পরে পুলিশের কাছে সোপর্দ করলে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
এর আগে স্থানীয়রা খোকনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করেছিলেন।
Pingback: আমন মৌসুমে উচ্চ ফলনশীল ধানের বাণিজ্যিক চাষ শার্শায় - দ্যা বাংলা ওয়াল
Pingback: ঘরবন্দী নিপেনের ৩০ বছর - দ্যা বাংলা ওয়াল