পাবনা-৪ উপনির্বাচনে ধানের শীষ- লাঙ্গলের জামানত বাজেয়াপ্ত
পাবনা-৪ আসনের উপনির্বাচনে ধানের শীষ ও লাঙ্গল প্রতীকের প্রার্থীর জামানত বাজেয়াপ্ত হয়েছে বলে
রিটার্নিং অফিসার আব্দুল লতিফ শেখ জানিয়েছেন।
নির্বাচনে মোট প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ ভোট না পাওয়ায় তাদের জামানত বাজেয়াপ্ত হয়।
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাসেল বিল্লাল গ্রেফতার
পাবনা-৪ উপনির্বাচনে ধানের শীষে শনিবারের নির্বাচনে বিএনপি’র প্রার্থী হাবিবুর রহমান হাবিব পেয়েছেন ৫ হাজার ৫৪৮ ভোট।
আর জাতীয় পার্টির রেজাউল করিম পেয়েছেন ৩ হাজার ১৫৮ ভোট।
নির্বাচন কমিশনের ভোট গণনার হিসেব অনুযায়ী প্রদত্ত বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৪৮ হাজার ৬৮৪।
আর বাতিল হয়েছে দুই হাজার ৭১ ভোট। অর্থাৎ মোট প্রদত্ত ভোটের সংখ্যা ২ লাখ ৫০ হাজার ৬৮৪।
হিসেব করে দেখা গেছে, জামানত বাঁচানোর জন্য প্রার্থীর ৩১ হাজার ৩৩৫ (প্রায়) ভোটের প্রয়োজন ছিল।
সিলেট এমসি কলেজে গণধর্ষণ: হবিগঞ্জে অর্জুন লস্কর গ্রেফতার
তবে ভোট চলাকালে দুপুর ১২টার দিকে ধানের শীষের প্রার্থী হাবিবুর রহমান হাবিব সংবাদ সম্মেলন করে নির্বাচনে অনিয়ম এবং
নেতা-কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মামলা দায়ের, হুমকি ও গ্রেফতারের অভিযোগ উত্থাপন করেন।
তিনি ভোট বর্জন নয়, ভোট বাতিল করে পুনঃনির্বাচনের দাবি জানান।
Pingback: গণধর্ষণ মামলার প্রধান আসামি সুনামগঞ্জের ছাতকে গ্রেপ্তার - দ্যা বাংলা ওয়াল