রংপুরের গংগাচড়ায় মৎস্য চাষিদের কপালে চিন্তার ভাঁজ
রংপুরের গংগাচড়ায় বন্যায় স্বপ্ন ভঙ্গ মৎস্য চাষিদের কপালে চিন্তার ভাঁজ।
রংপুরের গঙ্গাচড়া উপজেলায় কয়েক শত পুকুরের মাছ চলমান সৃষ্ট বন্যার পানিতে ভেসে গেছে।
রংপুরের গংগাচড়ায় ছোট বড় মিলে শতাধিক মৎস খামারিদের কপালে পড়েছে চিন্তার ভাজ।
গণধর্ষণ মামলার প্রধান আসামি সুনামগঞ্জের ছাতকে গ্রেপ্তার
কেউ কেউ বাংক থেকে ঋন নিয়ে অথবা ধার-দেনা করে নেমেছিল মাছ চাষে,
মাছ চাষে সাবলম্বি হয়ে বেকারত্বের অবসান ঘটানোই ছিল অনেক নবীন উদ্যোক্তাদের প্রয়াস।
কিন্তু বিধি বাম! চলমান বন্যার জলে ভেসে গেছে সপ্ন, এখন সর্বস্য পুঁজি হারিয়ে অনেকের কাছে ঋণের বোঝা মাথায় নিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো দুঃস্বপ্নের মতো।
এ তালিকা থেকে বাদ পড়েনি অনেক সফল খামারি যারা বর্তমান পরিস্থিতির মুখোমুখি এই প্রথম হয়ে খুয়েছে তাদের জমানো শেষ সম্বল টুকু।
গোটা উপজেলা জুড়ে ছিল মৎস চাষিদের হাহাকার চোখে পড়ার মতো।
শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কর্মসূচি
কোন কোন খামারি চোখের সামনে দেখতে পেয়েছে, তাদের অতি যত্নে চাষকৃত মাছের শেষ পরিনতি যেন চলমান বন্যার পানি
তাদের চোখেঁর শেষ বৃন্দু জল হয়ে গড়াগড়ি করছে উজানে আর তাতে খেলা করছে লোকজন।
রংপুরের গংগাচড়ায় মৎস্য হারিয়ে যাচ্ছে মাছ চাষে সফল হয়ে ভাগ্য উন্নয়ন ও দীর্ঘদিনের বুকে জমানো লালিত স্বপ্ন।
Pingback: শ্রীপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন - দ্যা বাংলা ওয়াল
Pingback: নড়াইলে ছাত্রলীগের শেখ হাসিনার ৭৪তম জন্মদিন পালন - দ্যা বাংলা ওয়াল