যশোরের বেনাপোলে স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
যশোরের বেনাপোলে শার্শা সীমান্ত থেকে ১৩টি স্বর্ণের (১.৫২৬ কেজি) বারসহ পপি খাতুন (২৪) নামে এক নারী
পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকাল ৯টার দিকে বেনাপোলের শিকড়ি বটতলা থেকে তাকে আটক করা হলেও
বিকাল ৫টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি সাংবাদকর্মীদের অবহিত করেন।
রংপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী’র মৃত্যুদন্ড
যশোরের বেনাপোলে ১৩টি স্বর্ণের বারসহ উদ্ধারকৃত স্বর্ণের বাজার মুল্য ৯১ লাখ ৫১ হাজার ৮ শত টাকা।
যশোরের বেনাপোলে ১৩টি আটককৃত পপি পুটখালী পশ্চিমপাড়া গ্রামের কামাল হোসেনের স্ত্রী।
খুলনা ২১ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ মনজুর-ই-এলাহী ঘটনার সত্যতা স্বীকার করে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে শার্শার পাঁচভুলট বিওপি’র একটি টহল দল মঙ্গলবার সকাল ৯টার দিকে
যশোরের বেনাপোলে শিকড়ি বটতলা বালুরমাঠ ব্রিজের উপর হতে পপি খাতুনকে আটক করা হয়।
চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ‘পুলিশের সোর্স’ চান্দু গ্রেফতার
পরে তার দেহ তল্লাশি করে ১.৫২৬ কেজি ওজনের ১৩টি স্বর্ণের বারসহ আটক করা হয়।
যার আনুমানিক মূল্য ৯১ লাখ ৫১ হাজার ৮শত টাকা।
আটককৃত আসামীকে সোনার বারসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে বিজিবির হাতে স্বর্ণ আটকের ঘটনার কথা স্থানীয় সংবাদ কর্মীরা গোপন তথ্যে জানতে পেরে বেলা ১১ টার দিকে ওই ক্যাম্প এলাকায় যান।
এ বিষয়ে জানার জন্য পাঁচভুলোট ক্যাম্পের সামনে প্রায় ৩ ঘন্টা অপেক্ষা করলেও বিজিবি সাংবাদিকদের কোন তথ্য প্রদান করেননি।
রাজশাহীর চারঘাটে পোল্ট্রি ব্যবসায়ে ধস
এমনকি ক্যাম্পের মধ্যে প্রবেশ করতেও দেননি। এ নিয়ে স্থানীয় সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃস্টি হয়েছে।
তবে বিজিবি পক্ষ থেকে বলা হয়েছে সংবাদ সংগ্রহ করতে অনেক সাংবাদিক আসায় করোনার কারণে কাউকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হয়নি।
Pingback: সাতক্ষীরার তালায় জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা - দ্যা বাংলা ওয়াল
Pingback: এমসি'তে দলবেঁধে ধর্ষণের ঘটনা অভিযুক্ত তারেক গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরে জনসম্মুখে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে টাকা ছিনতাই - দ্যা বাংলা ওয়াল