ভারতে পাচারের সময় সাতক্ষীরায় স্বর্ণের বারসহ যুবক আটক
ভারতে পাচারের সময় সাতক্ষীরায় সদর উপজেলার বৈকারী সীমান্ত এলাকা থেকে ১০টি স্বর্ণের বারসহ এক যুবককে আটক করেছে পুলিশ।
আটকৃত যুবকের নাম সাব্বির হোসেন (১৮)। সে সাতক্ষীরা সদরের ছয়ঘোারিয়া এলাকার হারুন অর-রশিদের ছেলে।
সাতক্ষীরার তালায় জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা
মঙ্গলবার (২৯সেপ্টেম্বর) সকালে বৈকারী বিত্তপি’র টহল কমান্ডার সুবেদার শ্রী অনিত কুমার কুন্ডুর নেতৃত্বে
একটি টহল দল এই স্বর্নসহ ওই যুবককে আটক করে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটেলিয়ন অধিনায়ক লেঃ কর্নেল গোলাম মহিউদ্দিন খন্দকার জানান,
সীমান্তের মেইন পিলার ৭/৪৯-এস এর কাছে বাংলাদেশের ১৫০ গজ অভ্যন্তরে এই স্বর্ন ও পাওয়া যায়।
তিনি জানান, স্বর্ণের ওজন ১ কেজি ৫শ ৭০ গ্রাম, বাজার মূল্য ৯৭ লক্ষ ৩ হাজার ২শ ২৭ টাকা।
যশোরের বেনাপোলে স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক
ভারতে পাচারের সময় চোরাকারবারি হারুনের সুজুকি মোটর সাইকেল আটক করা হয়েছে।
বর্তমান বাজার মূল্য ২ লক্ষ ৮০ হাজার টাকা।
তিনি আরও জানান আটক যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
Pingback: এমসি'তে দলবেঁধে ধর্ষণের ঘটনা অভিযুক্ত তারেক গ্রেফতার - দ্যা বাংলা ওয়াল