যশোরে জনসম্মুখে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে টাকা ছিনতাই

যশোরে প্রকাশ্য জনসম্মুখে দিবালোকে ব্যাংকের সামনে ব্যবসায়ী এনামুল হককে (৩০) ছুরিকাঘাতের পর বোমা ফাটিয়ে ১৭ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

ঘটনার পর ব্যবসায়ীর সাথে থাকা তার বিয়াই শেখ ইমন (২৫)  অসুস্থ হয়ে পড়ে।

মঙ্গলবার দুপুর ২ টার দিকে এমকে রোডেস্থ জেস টাওয়ারের বিপরীতে ইউসিবিএল ব্যাংকের সামনে ঘটনাটি ঘটে। 

যশোরের বেনাপোলে স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

তাদেরকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তির পর এনামুল হককে গুরুতর অবস্থায় খুলনায় পাঠানো হয়েছে।

আর ইমনকে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা। এনামুল শহরের বকচর হুশতলা এলাকার হাবিবুর রহমানের ছেলে।

ব্যবসায়ী ইকবাল হোসেন জানিয়েছেন,আরএন রোডে আগমণী মটর এন্ড ইলেক্টিক নামে আমার একটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। 

জমা দেয়ার জন্য ইউসিবিএল ব্যাংকে পাঠানো হয়।

সেখানে যাওয়ার পথে তারা ছিনতাইকারীদের কবলে পড়েন।

শেখ ইমন জানান, আমি মোটরসাইকেলের চালক ছিলাম। আর বিয়াই এনামুল টাকার ব্যাগ নিয়ে পিছনে বসে ছিলেন।

রংপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী’র মৃত্যুদন্ড

মোটরসাইকেলটি ব্যাংকের সামনে থামানোর সাথেই ৬/৭ জন দুর্বৃত্ত আকস্মিক হামলা চালায়। এসময় তারা টাকার ব্যাগ ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

এনামুল টাকা দিতে না চাইলে তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করা হয়।

তারপরেও টাকার ব্যাগ রক্ষা করতে ছিনতাইকারীদের সাথে ধস্তাধস্তি হয়। কিন্তু টাকা ব্যাগ ঠেকাতে পারেনি এনামুল।

ইমন আরো জানান, টাকার ব্যাগ কেড়ে নেয়ার পরই ছিনতাইকারীরা বোমার বিষ্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে পালিয়ে যায়।

বোমাটি ব্যাংকের নিচতলায় এটিএম বুথে লাগলে গ্লাস চুর্ণবিচুর্ণ হয়ে যায়।

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ‘পুলিশের সোর্স’ চান্দু গ্রেফতার

গুরুতর আহত এনামুল হক জানিয়েছেন, টাকার ব্যাগ কেড়ে নিতে বাধা দেয়ার কারণেই তাকে ছুরিকাঘাতে জখম করা হয়েছে।

ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান  টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে দুর্বৃত্তরা নিজেরা ‘চোর চোর ধর ধর’ বলতে বলতে

দৌড়ে সিটি প্লাজার সামনে দিয়ে বড় বাজারের দিকে চলে যায়।

হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক আহমেদ তারেক শামস জানান, আহত এনামুলের অবস্থা আশংকাজনক।

৪টি আঘাতের মধ্যে বুক ও পেটের আঘাত দুটি গুরুতর। উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনায় পাঠানো হয়েছে।

রাজশাহীর চারঘাটে পোল্ট্রি ব্যবসায়ে ধস

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) শেখ তাসমীম আলম জানিয়েছেন,

ঘটনার পর পুলিশ ছিনতাইকারীদের শনাক্ত করার জন্য ওই এলাকার সকল সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে।

যশোরে জনসম্মুখে জড়িতদের ধরতে অভিযান চালানো হচ্ছে।

/ বিহো

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/
Total Page Visits: 387 - Today Page Visits: 1

যশোর ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট

Md. Billal Hossain 01717127716 Father’s Name : Md. Jalal Laskar Mother’s Name: Mist. Shanaj Begum Present Address: Vill: Churamonkati, PO: Churamonkati, PS: Sadar, Dist: Jessore. DoB: 16-11-1987 Education: HSC billalspandan24@gmail.com NID: 914 921 0065 Blood Group: A+

One thought on “যশোরে জনসম্মুখে ছুরিকাঘাত ও বোমা ফাটিয়ে টাকা ছিনতাই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Shares