সাতক্ষীরার তালায় জাতীয় ছাত্র সমাজের মতবিনিময় সভা

সাতক্ষীরার তালায় শাহাপুর গ্রামে পশ্চিমপাড়া জাতীয় ছাত্র সমাজের নেতা কর্মীদের সাথে তালা উপজেলা জাতীয় পার্টির কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

২৯ সেপ্টম্বার মঙ্গলবার দুপর ১২টায় শাহাপুর পশ্চিম পাড়া জাতীয় ছাত্র সমাজের সভাপতি শেখ রাসেল এর সভাপত্বিতে অনুষ্ঠিত

যশোরের বেনাপোলে স্বর্ণের বারসহ নারী পাচারকারী আটক

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সভাপতি,

তালা সদর ইউপি সাবেক চেয়ারম্যান সাংবাদিক এসএম নজরুল ইসলাম।

সাধারণ সম্পাদক ইমনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন

উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন,

সহ-সভাপতি কাজী আবুল কাশেম, যুগ্ন-সাধারণ সম্পাদক সাংবাদিক এসএম জাহাঙ্গীর হাসান, মীর কাউয়ুম ইসলাম ডাবলু,

সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ, শেখ হাবিবুর রহমান হাবিব, জাপা নেতা সাংবাদিক আব্দুস সালাম,

রংপুরে স্ত্রী হত্যার ঘটনায় স্বামী’র মৃত্যুদন্ড

উপজেলা সেচ্ছাসেবক পার্টির সাংগঠনিক সম্পাদক বিএম বাবলুর রহমান,

উপজেলা জাতীয় ছাত্র সমাজের সাংগঠনিক সম্পাদক এসএম হাসান আলী বাচ্চু,

জেলা ছাত্র সমাজে প্রচার সম্পাদক কাজী এমদালুল বারী জীবন,

তালা সরকারী কলেজ সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন প্রমুখ।

অনান্যের মধ্য উপস্থিত ছিলেন শাহাপুর (পশ্চিম পাড়া) জাতীয় ছাত্র সমাজের সহ-সভাপতি জাহিরুল ইসলাম, যুগ্ন-সাধারণ সম্পাদক আলী হাসান,

সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, সহ-সাংগঠনিক সম্পাদক রাসেল,

প্রচার সম্পাদক  বাবু শেখ, ক্রিড়া সম্পাদক শামিম মোড়ল,

সি: সদস্য শান্ত বিশ্বাস, সজিব সরদার।

মত বিনিময় সভায় উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও তালা সদর ইউপি সাবেক চেয়ারম্যান

চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ‘পুলিশের সোর্স’ চান্দু গ্রেফতার

সাংবাদিক এসএম নজরুল ইসলামকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিজয়ী করার জন্য

সাতক্ষীরার তালায় জাতীয় ছাত্র সমাজ ঐক্যবদ্ধ হয়ে ভূমিকা রাখার অভিমত ব্যাক্ত করেন।

/ জহাসা

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/
Total Page Visits: 368 - Today Page Visits: 1

তালা (সাতক্ষীরা) করেসপনডেন্ট

Jhour Hasan Sagor Mob: 01717-810659 Father: Jabbar Sardar Mother: Rashida Begum DOB: 7 Nov 1990 Blood Group: A+ NID: 19908719031000126 Vill: Hazarakati, PS: Tala, Dist: Satkhira HSC

Shares