নড়াইলে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ
নড়াইলে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষে নারীসহ উভয়পক্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।
বুধবার সন্ধায় নড়াইল সদর উপজেলার রামচঁন্দ্রপুরে গ্রামের সংঘর্ষে আহতদের নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে।
এমসি কলেজ গণধর্ষণ ভয়াল সন্ধ্যার বর্ণনা দিলেন তরুণীর স্বামী
পুলিশ ও স্থানীয়রা জানায়, বসতবাড়ির সীমানা নিয়ে রামচঁন্দ্রপুর গ্রামের আসাদ মুন্সি ও দাউদ মোল্যার মধ্যে বিরোধ চলছিল।
বুধবার বিকেলে বিরোধপূর্ণ জায়গার সুপারিগাছ থেকে আসাদ মুন্সির ছেলে সুপারি পাড়তে গেলে দাউদ মোল্যার পরিবারের সদস্যরা এতে বাঁধা দেয়।
নড়াইলে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে এক পর্যায়ে দুপক্ষ লাঠিশোঠা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়লে
৩ নারিসহ উভয়পক্ষে অন্তত ১০জন আহত হয়।
আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেয়া হলে গুরুত্বর ৪জন ভর্তি করা হয়েছে।
ফিলিপাইনের প্রেসিডেন্ট : আমার দেশে তোমার উদ্দেশ্য কী
বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে।
এ ঘটনায় পুলিশ দু’জনকে আটক করেছে, মামলার প্রস্তুতি চলছে।
Pingback: চারঘাটে গ্রামীণ সড়ক রক্ষণাবেক্ষণ অক্টোবর মাস উদযাপন - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরের শার্শায় এক নৌকায় স্বপ্ন পূরণ সুমনের - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরে জনসম্মুখে ছিনতাইয়ে জড়িত ৫ জন আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার - দ্যা বাংলা ওয়াল