সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক যুবকের গলিত লাশ উদ্ধার
সাতক্ষীরার তালায় ডোবা থেকে অজ্ঞাত এক যুবকের (৩৫) গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের কেশা বিলে ডোবার ভিতর ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশটির পরিচয় পাওয়া যায়নি।
সুনামগঞ্জে খাদ্যবান্ধব কর্মসুচির চালসহ দুই ডিলার গ্রেফতার
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে কেশা বিলে ডোবার ভিতর ভাসমান লাশ দেখতে পেয়ে পাটকেলঘাটা থানা পুলিশকে খবর দেন তারা।
সাতক্ষীরার তালায় পরে পুলিশ ডোবা থেকে গলিত অবস্থায় অজ্ঞাত লাশটি উদ্ধার করে।
নড়াইলে বসতবাড়ির সীমানা নিয়ে বিরোধে সংঘর্ষ
পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশটি উদ্ধার করা হয়েছে।
লাশের পরিচয় এখনও সনাক্ত হয়নি।
তবে সনাক্তের চেষ্টা চলছে।