দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

চারঘাটের মোক্তারপুরের বাপ্পী হত্যাকান্ডের আসামী গ্রেফতার

রাজশাহীর চারঘাটের মোক্তারপুরের গ্রামের বাবলুর ছেলে শাহারিয়ার কবীর বাপ্পী রহমান (১৮) হত্যা মামলা আদালতে দায়ের করেছেন তার পিতা।

গত ৫ই জুন সন্ধ্যায় উপজেলার চকমোক্তারপুর গ্রামের বাবলুর ছেলে বাপ্পী পদ্মায় মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়।

পরদিন সকালে বাপ্পী বাড়ি ফিরে না আসায় খোজাঁখুজি শুরু হয়।

চারঘাটে র‌্যাব পরিচয়ে চাদাঁ দাবি, আটক-২

এক পর্যায়ে পদ্মা থেকে নিহত বাপ্পীর লাশ উদ্ধার করে বাড়ি নিয়ে আসে স্থানীয় জনগন।

ঐসময় বাপ্পী পদ্মায় মাছ ধরতে গিয়ে নৌকা ডুবে মারা গেছে বলে জানা গেছে।

কিন্তু বাপ্পীর লাশ নিয়ে ধ্রম্রজাল সৃষ্টি হয়।

আসলে কি বাপ্পী নৌকা ডুবে মারা গেছে নাকি হত্যা করা হয়েছে, এনিয়ে এলাকাবাসীর মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।

কিন্তু অজ্ঞাত কারনে লাশটি ময়না তদন্ত শেষে দাফন করা হয়।

এদিকে নিহত বাপ্পীর পিতা বাবলু রাজশাহী বিজ্ঞ আদালতে হত্যা মামলা করলে বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে

কুড়িগ্রামে ৪’শ ৯৮টি মন্ডপে দূর্গাপুজার প্রস্তুতি

চারঘাট মডেল থানায় প্রেরণ করলে মামলাটি মডেল থানায় রুজু হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ পরিদর্শক পারভেজ রানা পলাশ বৃহস্পতিবার গভীররাতে মামলার প্রধান আসামী

চকমোক্তারপুর গ্রামের মৃত সোলেমানের ছেলে মিলন (২৪) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে শুক্রবার সকালে জেলহাজতে প্রেরণ করেন।

এব্যাপারে ঘটনার সত্যতা নিশ্চিত করে মডেল থানার ওসি সমিত কুমার কুন্ডু বলেন,

সাতক্ষীরায় পুলিশের অভিযানে আটক ৩ পতিতা

নিহত বাপ্পীর পিতার দায়ের করা মামলা সূত্র ধরে আসামী মিলনকে গ্রেফতার করে জেলা হাজতে প্রেরণ করেন এবং

চারঘাটের মোক্তারপুরের অন্যান্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান অব্যহত রয়েছে।

/ নইবা

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

3 thoughts on “চারঘাটের মোক্তারপুরের বাপ্পী হত্যাকান্ডের আসামী গ্রেফতার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *