হবিগঞ্জে প্রেমের টানে পালিয়ে গিয়েও রক্ষা হলো না জুটির
হবিগঞ্জে আজমিরীগঞ্জে প্রেমের টানে বাড়ি থেকে পালিয়ে গিয়ে শেষ রক্ষা হলো না প্রেমিক জুটির।
অবশেষে বেরসিক পুলিশের হাতে আটক হলো তারা। একই সাথে তাদের আশ্রয়দাতা ও এক সহযোগিকেও আটক করে পুলিশ।
গলায় পাথরের বস্তা বাধা নারীর মরদেহ উদ্ধার
আজমিরীগঞ্জ থানায় তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গতকাল রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- উপজেলার আনন্দপুর গ্রামের এক মুসলিম যুবকের সাথে প্রেমের সম্পর্ক ছিল একই উপজেলার কোমতপুর গ্রামের এক হিন্দু তরুণীর।
দুই ধর্মের হওয়ায় পরিবারের লোকজন তাদের প্রেমকে অস্বীকৃতি জানায়। এতে বাধ্য হয়ে গত বুধবার রাতের আধারে দুজনে বাড়ি থেকে পালিয়ে যায়।
হবিগঞ্জে প্রেমের টানে পরে একই উপজেলার শিবপাশা গ্রামে তাদের এক নিকট আত্মিয়ের বাড়িতে আশ্রয় নেয়।
কাওরাইদ -বরমী সংযাগ সড়কটি যেন মরণফাঁদ!
গতকাল বৃহস্পতিবার বিকেলে ওই তরুণী অসুস্থ্য হয়ে পড়লে তাকে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
এ সময় হাসপাতালে ভর্তির জন্য পরিচয় চানতে চাইলে হিন্দু-মুসলমানের বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সন্দেহ হয়।
তারা তাদেরকে আটক করে আজমিরীগঞ্জ থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রেমিক জুটিকে আটক করে নিয়ে আসে।
এসকই সাথে তাদের আশ্রয়দাতা ও এক সহযোগিকে আটক করা হয়।
এসএম সুলতানের ২৬তম মৃত্যুবার্ষিকী আজ ১০ অক্টোবর
এ ব্যাপারে আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার বলেন- ‘বিষয়টি এখনও স্পষ্ট নয়।
থানায় তাদেরকে জিজ্ঞাবাদ করা হচ্ছে।
Pingback: উন্নয়ন কর্মকান্ড এগিয়ে নিতে রাজস্ব প্রদানে সহায়ক ভুমিকা - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরে বাসের মধ্যে নারী ধর্ষণ নিয়ে ধুম্রজাল আটক ৭ - দ্যা বাংলা ওয়াল