কুড়িগ্রামে গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ- আটক ৪
কুড়িগ্রামে উলিপুরে বিয়ের প্রলোভন দেখিয়ে এক গৃহবধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগে ৪ জনকে আটক করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া তবকপুর গ্রামের, কায়সার আলী, আবু বক্কর, সোবাহান আলী লিটন ও মোমিনুল ইসলাম।
বরগুনায় শিশু শ্যালককে হত্যা, দুলাভাই গ্রেফতার
মামলা সূত্রে জানা গেছে, উলিপুর পৌরসভার বলদীপাড়া গ্রামের এক সন্তানের জননী ওই গৃহবধুর সাথে একই গ্রামের
মৃত মোহাম্মদ আলীর পুত্র রবিউল ইসলামের প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
কুড়িগ্রামে গৃহবধূকে গত ২৫ সেপ্টেম্বর রাতে বিয়ের প্রলোভন দেখিয়ে গৃহবধূকে ডেকে নেয় রবিউল।
পরে তার সহযোগি আবু বক্করকে সাথে নিয়ে ব্যটারী চালিত অটো রিকশাযোগে উপজেলার তবকপুর ইউনিয়নের বড়ুয়া
সিরাজগঞ্জের সলঙ্গায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
তবকপুর রাজারঘাট গ্রামের আবুল হোসেনের পুত্র মোমিনুলের বাড়িতে নিয়ে যায়।
এরপর নির্জন বাড়িতে রবিউল ইসলামসহ আটক ৪ জন ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় গৃহবধূ বাদী হয়ে উলিপুর থানায় মামলা করলে শনিবার দুপুরে পুলিশ কায়সার আলী, সোবাহান আলী, আবু বক্কর ও
মোমিনুল ইসলামকে আটক করে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করে।
এ ব্যাপারে কথা হলে উলিপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মূল হোতা রবিউলকে আটকের চেষ্টা চলছে।
Pingback: মেয়াদ উওীর্ণ বেনাপোল পৌরসভার নির্বাচন দাবিতে মতবিনিময় - দ্যা বাংলা ওয়াল