কুড়িগ্রামে নদী ভাঙন পরির্দশন করলেন এমপি পনির উদ্দিন
কুড়িগ্রামে নদী ভাঙন এলাকা পরির্দশন করলেন এমপি পনির উদ্দিন।
১১ নভেম্বর রবিবার দুপুর ১২টায় রাজারহাট উপজেলার ছিনাই ইউনিয়নের জয়কুমর এলাকায় ধরলার নদীর ভাঙন কবলিত এলাকা
পরির্দশন করেছেন কুড়িগ্রাম-২ আসনের এমপি আলহাজ্ব পনির উদ্দিন আহমেদ।
নাগরপুরে অটোরিক্সার ধাক্কায় ১ মহিলার মৃত্যু
এ সময় তিনি নদী ভাঙনের শিকার অসহায় মানুষের সমস্যা শোনেন এবং তাৎক্ষণিক সমাধানের আশ্বাস দেন।
পরে দুপুর ২টায় মুনলাইট সামাজিক সংগঠনের উদ্যোগে নদী ভাঙনে সর্বস্বহারা মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন- এমপি পনির উদ্দিন আহমেদ।
কুড়িগ্রামে নদী ভাঙন নদী ভাঙা মানুষ স্থানীয় এমপিকে তাদের দুঃ-কষ্টের কথা বলার সময় কান্নায় ভেঙে পড়েন।
নাগরপুরে ধর্ষণ বিরোধী মিছিল ও মানবন্ধন করেছে সিপিবি
তিনি এ সময় ছিনাই ইউনিয়নের মানুষের র্দীঘদিনের সমস্যা নদী ভাঙনের স্থায়ী সমাধানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন-এসএ টিভির কুড়িগ্রাম প্রতিনিধি ও কবি বাদশা সৈকত, সাংবাদিক রাশিদুল ইসলাম এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
Pingback: নওগাঁয় বাক-প্রতিবন্ধী কিশোরী ধর্ষণের অভিযুক্ত আটক - দ্যা বাংলা ওয়াল
Pingback: নিদর্শনটি দেখতে যেন সম্রাট শাহ্জাহানের নির্মিত তাজমহল - দ্যা বাংলা ওয়াল