পঞ্চগড়ে নাট্যকার হামলার তীব্র প্রতিবাদ ও মানব বন্ধন
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে নাট্যকার ও সাংবাদিক রহিম আব্দুর রহিম এর উপর নৃশংস হামলার তীব্র প্রতিবাদ ও গ্রেফতারের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) সকালে এ মানব বন্ধনের আয়োজন করেন পঞ্চগড় জেলা সাংবাদিকবৃন্দ সহ বিভিন্ন ক্রীড়া ও নাট্য সংগঠন এর কর্মীরা ।
গত ৫ অক্টোবর পঞ্চগড় প্রেস ক্লাবের ভেতরে প্রথম আলোর চাকরিচ্যুত সাংবাদিক শহিদুল ইসলাম কত্রিক সাহিত্যিক রহিম আব্দুর রহিম হামলার শিকার হন।
ভাষা সৈনিক মাজহারুল ইসলামের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
পরবর্তীতে দৈনিক নবচেতনার সাংবাদিক ইনসাফ সাগরেদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় তিনি জেলা সদর হাসপাতালে ভর্তি হন ।
নাট্যকার আব্দুর রহিম বলেন, একটি ডকুমেন্তারি বিষয়ে প্রেস ক্লাব সভাপতি শফিকুল আলমের সাথে কথা বলার জন্য আমি ক্লাব এ যাই।
ক্লাব এ প্রবেশ করা মাত্রই শহিদুল আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে ও দরজা বন্ধ করে মারধর করে ।
এ ছাড়া তিনি আরো জানান শহিদুলের ছোট ভাই সাজ্জাদ তাকে জীবন নাশের হুমকি দেয়।
পঞ্চগড়ে নাট্যকার হামলার পরিপ্রেক্ষিতে তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করেন ।
দিরাইয়ে ত্রিপল মার্ডার গ্রেফতারী পরোয়না জারি
মানব বন্ধনে বক্তারা এই নেক্কার জনক ঘটনার তীব্র নিন্দা জানান ও শহিদুলকে দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি করেন ।
এ সময় উপস্থিত ছিলেন পঞ্চগড় ক্রিয়েটিভ এসোসিয়েসনের সদস্য সচিব ইবনে জায়েদ, শিশু কিশোর থিয়েটার এর শিল্পী তানভীর হাসান রাসেল,
রেঞ্জার স্পোর্টিং ক্লাব এর অধিনায়ক আবু তালেব, করতোয়া ক্রিকেট একাদশের অধিনায়ক আবু হামিম সহ আরও অনেকে ।
/ মোছির
Pingback: ভারতের বনগাঁ সিন্ডিকেটের কাছে জিম্মি আমদানিকারকেরা - দ্যা বাংলা ওয়াল