সংবাদ প্রকাশের পর বেড়েছে ইউসুফ ও হাসানের দৌড়ঝাপ
সলঙ্গায় মিলেছে জমজ মটর বাইকের সন্ধান! শিরোনামে সংবাদ প্রকাশের পর বেড়েছে ইউসুফ ও হাসান তালুকদারের দৌড়ঝাপ।
ইউসুফের জমজ মটর বাইকের সন্ধান মিলেছে ! শিরোনামে সংবাদ প্রকাশের পর বেড়েছে মেসার্স মায়ের দোয়া হুন্ডা সার্ভিস এর মালিক ইউসুফ আলী ও
তার সহযোগী হাসান তালুকদারের দৌড়ঝাপ।
গত ৬ই অক্টোবর বুধবার “সিরাজগঞ্জের সলঙ্গায় সন্ধান মিলেছে জমজ মোটরসাইকেলের” শিরোনামে সংবাদ প্রকাশের পর,
নানা ভাবে সাংবাদিকদের প্রাণ নাশের হুমকি দিয়ে আসছে উত্তর বঙ্গের প্রবেশ দ্বার হাটিকুমরুল গোল চত্বরে বনপাড়া নাটোর মহাসড়কের উত্তর পাশে অবস্থিত
মেসার্স মায়ের দোয়া হুন্ডা সার্ভিস এর মালিক ইউসুফ আলী ও তার সহযোগী হাসান তালুকদার।
সংবাদ প্রকাশের পর সাংবাদিককে প্রাণনাশের হুমকি!
এ বিষয়ে সলঙ্গা থানায় একটি সাধারণ ডাইরি করা হয়েছে।
এদিকে দেশের বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশ হলে ক্ষিপ্ত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যাম ফেসবুকে সাংবাদিককের সন্মান হানিকর পোস্ট করেন
প্রতারক ইউসুফ আলীর ছোট ভাই আইয়ুব আলী। অবশেষে বিভিন্ন মহলে দৌড় ঝাপ শুরু করেন এই প্রতারক চক্র।
উল্লেখ্য মেসার্স মায়ের দোয়া হুন্ডা সার্ভিস এর মালিক ইউসুফ আলী ও তার সহযোগী হাসান বিভিন্ন কায়দায় সাধারণ মানুষের সাথে প্রতারণা ও
বিভিন্ন ধরণের মটর বাইকের নকল রেজিস্ট্রেশন অন্য গাড়িতে লাগিয়ে হাতিয়ে নিচ্ছে লক্ষ, লক্ষ টাকা।
উল্লেখ্য তার ও তার প্রতিষ্ঠানের এই সত্য প্রতারণার গল্প দেশের বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশ হলে
ঐ সকল পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদ দিতে গেলে প্রতিবাদ প্রকাশ হবে না বলে জানিয়ে দেন স্থানীয় পত্রিকার সম্পাদকগণ।
কথায় আছে চোরে না শোনে ধর্মের কাহিনী, এমন প্রবাদই যেন প্রতারক ইউসুফ ও তার সহযোগী হাসান তালুকদার এর মূল সূর,
ডিজিটাল এই সময়ে এত বড় এক প্রতারণাই যেনো তার প্রমাণ।
স্থানীয় প্রসাশনের গাড়ি মেরামত করেন এমনটি মনের সাহস ও মনোবল নিয়ে এই প্রতারণা করে আসছেন মেসার্স মায়ের দোয়া হুন্ডা সার্ভিস এর মালিক
ইউসুফ ও তার সহযোগি হাসান তালুকদার।
পুরো প্রতারণার কাহিনা সংবাদ পত্রে প্রকাশের পর এলাকায় এখন সমালোচনার ঝড় বৈইছে!
এ বিষয়ে স্থানীয় সলঙ্গা থানার ওসি জেড জেড তাজুল হুদার নিকট জানতে চাইলে তিনি বলেন,
হাটিকুমরুলে জমজ বাইকের সন্ধান শিরোনামে প্রতিকায় প্রকাশিত সংবাদ পড়েছি এবং
স্থানীয়া সাংবাদিককে প্রাণ নাশের হুমকির বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যাবস্থা নিবো।
Pingback: সিরাজগঞ্জের সিআইজি প্রকল্পের জাল বিক্রির অভিযোগ - দ্যা বাংলা ওয়াল