নওগাঁয় বিপুল ভোটে নৌকার প্রার্থী হেলাল জয়ী
নওগাঁয় নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসনে আওয়ামী লীগের প্রার্থী আনোয়ার হোসেন হেলাল বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আওয়ামী লীগ প্রার্থী হেলাল পেয়েছেন মোট ১ লক্ষ ৫ হাজার ৫২১ ভোট এবং বিএনপি’র (ধানের শীষ) প্রার্থী রেজাউল ইসলাম রেজু পেয়েছেন ৪ হাজার ৬০৫ ভোট।
নওগাঁয় বিপুল ভোটে এছাড়া ন্যাশনাল পিপলস পার্টির খন্দকার ইন্তেখাব আলম রুবেল পেয়েছেন ১ হাজার ৮১৬ ভোট।
পঞ্চগড়-রাজশাহী রুটে চালু হয়েছে “বাংলাবান্দা এক্সপ্রেস ”
শনিবার ১৭ অক্টোবর রাতে নওগাঁ জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসান ফলাফল ঘোষণা করেন।
এ আসনে মোট ভোটার সংখ্যা তিন লাখ ছয় হাজার ৭২৫ জন।
এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৫৩ হাজার ৭৫৮ জন এবং নারী ভোটার এক লাখ ৫২ হাজার ৯৬৭ জন।
এবার ৩৬ দশমিক ৪ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন।
শনিবার সকাল ৯টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ।
জেলায় এই প্রথম ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সিরাজগঞ্জে নারী ধর্ষণ ও নির্যাতন বিরোধী বিট পুলিশং সমাবেশ
ভোটাররা উৎসবমুখর পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
এদিকে, উপ-নির্বাচন ব্যাপক ভোট কারচুপির অভিযোগ এনে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আত্রাই উপজেলা নিজ কার্যালয়ে
কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সংবাদ সম্মেলন করে ভোট বর্জন করেন বিএনপির প্রার্থী শেখ রেজাউল ইসলাম রেজু।
Pingback: তালা সরকারি কলেজে কর্মরত কর্মচারীদের মানববন্ধন - দ্যা বাংলা ওয়াল
Pingback: বসছে না লালন মেলা, ১৩০তম তিরোধান দিবস শনিবার - দ্যা বাংলা ওয়াল