নাগরপুরে শারদীয় দূর্গাপুজা ’২০ উদযাপন উপলক্ষে আলোচনা

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় শারদীয় দূর্গাপুজা ২০২০ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা করেছে নাগরপুর থানা পুলিশ।
১৮ অক্টোবর, বরিবার সকালে নাগরপুর থানা পুলিশের উদ্যোগে, থানার সভা কক্ষে উপজেলার পুজা উদযাপন কমিটি ও
পুজারীদের সাথে শান্তিপূর্ণ ভাবে দূর্গাপুজা উদযাপনের লক্ষে, আলোচনা করেছে নাগরপুর থানা পুলিশ।
দর্জির কাজ শিখতে গিয়ে ধর্ষিত তরুণী : ফুফা ফুফু গ্রেফতার
নাগরপুর থানা অফিসার ইনচার্জ ওসি মো. আলম চাঁদা এর সভাপতিত্বে ও ওসি (তদন্ত) মো. বাহালুল খান বাহার এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন,
নাগরপুর পুজা উযাপন কমিটির আহবায়ক লক্ষি কান্ত সাহা, যুগ্ম আহবায়ক রামেন্দ্র সুন্দর বোস, নিপেন্দ্র নাথ পোদ্দার, শম্ভু নাথ সাহা, সদস্য স্বপন কুমার সাহা,
গোপাল সাহা সহ উপজেলার সকল পুজা উদযাপনকারীরা।
এ সময় আলোচনায়, শারদীয় দূর্গাপুজা ২০২০ শান্তিপূর্ণ ভাবে উদযাপনের করনীয় বিষয়গুলো গুরুত্ব পায়।
বর্তমান করোনা প্রেক্ষাপটে সকলেই সরকারের নির্দেশিত স্বাস্থ্য বিধি মেনে চলা, মাদক সেবন থেকে বিরত থাকা,
হবিগঞ্জে আসামী ছিনিয়ে নেওয়ায় ইউপি সদস্য গ্রেফতার
নারী ও শিশুদের নিরাপত্তা দেয়া ও সংঙ্ঘাত এড়িতে চলার কৌশল গুলো নিয়ে আলোচনা করেন।
এছাড়াও আযান ও নামাজের সময় বাদ্যযন্ত্রের শব্দ বন্ধ রাখাতে হবে।
আলোচনা শেষে শান্তিপূর্ণ ভাবে নাগরপুরে শারদীয় দূর্গাপুজা উদযাপনের লক্ষে, সকলের উপর অর্পিত দায়িত্ব সঠিক ভাবে পালনের দৃড় প্রত্যয় ব্যক্ত করেন।
Pingback: নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরায় নড়াইলে অভিযান - দ্যা বাংলা ওয়াল
Pingback: যশোরে প্রচারণাকালে হৃদরোগে আক্রান্ত নৌকার প্রার্থী নীরা - দ্যা বাংলা ওয়াল