বরগুনায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের মানববন্ধন
বরগুনায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা জাতীয় করনের দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন ও প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রেরন করেছেন
স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা বরগুনা জেলা শিক্ষক সমিতি।
বুধবার সকাল ১১টার দিকে প্রেসক্লাবের সামনে বরগুনায় স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার জেলা কমিটির সভাপতি মাষ্টার মোঃ শওকত আলী’র সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন,
বেনাপোলে পল্লী চিকিৎসকরা রয়েছেন ফ্রন্ট লাইনে
পশ্চিম বাওয়ালকর হাসানিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক ও জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক এবং
সদর উপজেলার সাধারন সম্পাদক মোঃ জহিরুল ইসলাম, মধ্যে চরকগাছিয়া গাজী বাড়ী স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও
জেলা কমিটির সাধারন সম্পাদক গোলাম রহমান, উত্তর পাঠাকাটা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও
জেলা কমিটির সহ-সভাপতি মাওলানা মোঃ ফজলুল হক, পশ্চিম গুলিশাখালি ইসলামিয়া স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষক ও
জেলা কমিটির সিনিয়র সহ-সভাপতি এবং সদর উপজেলার সভাপতি মাওলানা মোঃ আব্দুল হক, আন্দার মানিকস্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার
প্রধান শিক্ষক জেলা কমিটির দপ্তর সম্পাদক মোঃ সাইফুল ইসলাম এবং
গোড়াপদ্মা স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার সহকারী শিক্ষক মোসাঃ শারমিন আক্তার।
মাধবপুরের শাহজাহানপুর ইউনিয়নে নৌকা বিজয়ী
বক্তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবী জানিয়ে বলেছেন, স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা মানবেতর জীবন-যাপন করছেন তাই
.বরগুনায় স্বতন্ত্র এবতেদায়ী অতিদ্রুত জাতীয় করন করে শিক্ষকদের জীবনমান ও শিক্ষাঙ্গনে শিক্ষাদানের সহযোগিতা করে অসহায় শিক্ষকদের পাশে দারানোর জন্য।
এরপর জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বারবার স্মারকলিপি প্রদান করেন স্বতন্ত্র এবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ।