সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দলের বর্ধিত সভা অনুষ্ঠিত
সুনামগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২ঘটিকায় শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার পানসী রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
শার্শায় তৃণমুল পর্যায়ে আইনগত সহায়তা প্রদান বিষয়ে সভা
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. শামছুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মনাজ্জিরের সঞ্চালনায়
বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাক আহমদ,
সোহেল মিয়া, খালেকুজ্জামান হোসেন ,যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম দলু ও সাংগঠনিক সম্পাদক এড. আহাদ জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে আমরা ঐক্যবদ্ধভাবে স্থানীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহন করি।
সেই প্রহসনের নির্বাচনে আ’লীগ সরকার ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে।
ব্যারিস্টার রফিকুল হকের মৃত্যুতে রাঙ্গা এমপির শোক
বক্তারা আরো বলেন, করোনা মহামারী ও পরপর ৪ দফা বন্যায় স্বেচ্ছাসেবক দল জনগনের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা, স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছে।
সুনামগঞ্জে স্বেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার রাজপথে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে
আগামী আন্দোলন সংগ্রামকে বেগমান করার জন্য সবার সহযোগিতা কামনা করছি।
Pingback: যশোরে দগ্ধ শিশু মৃত্যুতেও মিটলোনা পিতা-মাতার দ্বন্দ্ব - দ্যা বাংলা ওয়াল
Pingback: বালিয়াকান্দি মহাশ্মশানে পর্যাপ্ত বরাদ্দ দেওয়া হবে - দ্যা বাংলা ওয়াল