আইন- আদালতজীবনশৈলীদেশব্যাপীপরিবেশ ও সমাজশিরোনামসব খবরসর্বশেষ

বেনাপোলে ভারতীয় মোবাইলসহ দুই পাচারকারী আটক

বেনাপোলে ভারতীয় মোবাইলসহ ভারত থেকে পাচার করে আনা ১৪টি মোবাইল ফোনসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেলও জব্দ করা হয়।

হবিগঞ্জে অসময়ে বৃষ্টি : ভাটি অঞ্চলে রবিশস্যের ক্ষতির আশঙ্কা

ভারত থেকে পাচার করে আনা ১৪টি মোবাইল ফোনসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

শনিবার (২৪ অক্টোবর) বিকালে বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো, বেনাপোল পোর্ট থানার পুটখালী গ্রামের তারেক হোসেনের ছেলে তাজমুল হোসেন (২৪) ও একই গ্রামের আফসার আলীর ছেলে নুরনবী (২৪)।

বেনাপোল চেকপোস্ট আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়,

বেনাপোলে ভারতীয় মোবাইলসহ পাচারকারীরা মোটর সাইকেলে করে ভারতীয় চোরাই মোবাইলের একটি চালান নিয়ে পুটখালী গাতিপাড়া হয়ে বেনাপোলের দিকে যাচ্ছে।

এমন খবরে গাতিপাড়া পাকা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে চারটি শাওমি রেডমি, তিনটি রিয়েলমি, চারটি ভিভো ও তিনটি অপ্পো মোবাইলসহ তাদেরকে আটক করা হয়।

পঞ্চগড় জেলার টুনিরহাট বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন

এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্লাটিনা মোটরসাইকেল জব্দ করা হয়। আটককৃত মোবাইলের বাজার মুল্য ২ লাখ ১০ হাজার টাকা বলে জানায় বিজিবি।

আটক মোবাইল ও মোটরসাইকেলসহ আসামিদের বিরুদ্ধে চোরাচালানী মামলা দিয়ে তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

/ মোজাহো

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

বেনাপোল (যশোর) করেসপনডেন্ট

Md. Jamal Hossain Mobile: 01713-025356 Email: jamalbpl@gmail.com Blood Group: Alternative Mobile No: Benapole ETV Correspondent

2 thoughts on “বেনাপোলে ভারতীয় মোবাইলসহ দুই পাচারকারী আটক

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *