পঞ্চগড়ে এক ঘণ্টার চেয়ারম্যান হলেন নবম শ্রেণীর ছাত্রী
বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ে এক ঘণ্টার জন্য উপজেলা পরিষদের চেয়ারম্যান হয়েছেন নবম শ্রেণির এক ছাত্রী।
মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১২টার দিকে কন্যা শিশু দিবস উপলক্ষে কন্যা শিশু দিবস উপলক্ষে সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী ও
ন্যাশনাল চিলড্রেন টাস্ক ফোর্সের (এনসিটিএফ) পঞ্চগড় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাসনাহেনা মন’ কে
চুড়ামনকাটিতে মোস্তফার খুনের কারণ এখনো ধোঁয়াশা
পঞ্চগড়ে এক ঘণ্টার জন্য প্রতীকী চেয়ারম্যান ঘোষণা করেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম।
এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দাপ্তরিক কার্য সম্পাদন ও তদারকি করেন হাসনাহেনা মন।
দায়িত্ব নিয়েই পঞ্চগড় সদর উপজেলাকে নারীবান্ধব করতে ও নারীর প্রতি সহিংসতা রোধে সুপারিশমালা তুলে ধরেন তিনি।
হাসনাহেনা মন সাংবাদিকদের বলেন, ‘নারীর প্রতি সহিংসতা বন্ধ ও নারীর উন্নয়ন বাল্যবিয়ে রোধে সবাইকে এগিয়ে আসতে হবে।’
উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম বলেন, ‘নারীবান্ধব উপজেলা গড়তে নারীর প্রতি সংহিংসতা রোধে আমরা কাজ করব।
তালায় জমি নিয়ে বিরোধ হামলা ও ভাঙচুর, থানায় অভিযোগ
হাসনাহেনা মন’র সব সুপারিশ বাস্তবায়ন করার চেষ্টা করব।’
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—উপজেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রশিদ, কামাত কাজলদিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজাহার আলী,
এনসিটিএফের ডিস্ট্রিক্ট ভলান্টিয়ার মারুফ হাসান আরিফ, ওইমেন ভলান্টিয়ার নিশাত পারভিন নিশিসহ উপজেলা পরিষদের পদস্থ কর্মকর্তারা৷
/ মোছির