শার্শার ফ্রি খাবার বাড়ি পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার
‘ক্ষুধা লাগলে খেয়ে যান’ এই শ্লোগানে যশোরের শার্শার নাভারণে গড়ে ওঠা ফ্রি খাবার বাড়ি পরিদর্শন করলেন যশোর জেলা শিক্ষা অফিসার এএসএম আব্দুল খালেক।
মঙ্গলবার বিকালে ব্যক্তিগত কাজে এসে তিনি খাবার বাড়ি পরিদর্শন করেন এবং খাবার বাড়ির উদ্যাক্তা ও প্রতিষ্ঠাতা উদ্ভাবক মিজানুর রহমানকে
বিভিন্ন দিক নির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
সাভারে ছিনতাইকারীদের হাতে শিক্ষার্থী হত্যার ঘটনায় আটক ২
দিনে দিনে আলোচনা সমালোচনা ও প্রচার প্রচারণায় জনপ্রিয় হয়ে উঠছে এই খাবার বাড়ি।
প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে খাবার ও খাবার খাওয়া সংখ্যা। আসছেন দেশ ও দেশের বাইরে থেকে দর্শনার্থীরা।
শিক্ষা কর্মকর্তার খাবার বাড়ি পরিদর্শনের সময় উদ্ভাবক মিজান খাবার বাড়ির সাথে আগামীতে একটি ‘পথ শিশু উন্মুক্ত পাঠশালা’ চালুর
পরিকল্পনার কথা জানালে তিনি সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় প্রায় ১০ বছর ভোট নেই
শার্শার ফ্রি খাবার বাড়ি এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাভারন বুরুজবাগান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: শাহাবুদ্দিন,
বুরুজবাগান মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মমিনসহ স্থানীয় ব্যক্তিবর্গ।
Pingback: নবীগঞ্জ নিখোঁজ মিশুক চালক লাশ চার দিন পর উদ্ধার - দ্যা বাংলা ওয়াল