দেশব্যাপীআইন- আদালতপরিবেশ ও সমাজজীবনশৈলীশিরোনামসর্বশেষসব খবর

সাভারে নিজ গৃহে এক গামেন্টস শ্রমিক ধর্ষণের স্বীকার

রাজধানীর সন্নিকটে পৌরসভার সাভারে নামাবাজার এলাকায় নিজ গৃহে এক গামেন্টস শ্রমিক ধর্ষণের হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

ধর্ষিতা ওই নারী মানিকগঞ্জ জেলার দৌলতপুর থানার মেয়ে এবং আশুলিয়ার খাগানের কাজল গামেন্টস শ্রমিক।

রবিবার (২৫ অক্টোবর ২০২০) দিবাগত রাতে পৌর-এলাকার নামাবাজার কাঠপট্টি কাজির বাড়িতে এ ঘটনা ঘটে।

আইপিটিভি ওনার্স এ্যাসো: গঠনতন্ত্র চূড়ান্ত ও কার্যালয় উদ্বোধন

ধর্ষিতার পরিবার জানায়, বাবা-মা সাথে থাকলে মাস কয়েক আগে বাবা-মা দেশের বাড়ি মানিকগঞ্জ চলে যাওয়ায় পৌর-এলাকার

নামাবাজার কাঠপট্টির কাজির বাড়ির একটি রুম নিয়ে একাই ভাড়া থাকতেন ওই নারী।

প্রতিদিনের মতো শনিবার রাতে গামেন্টস ছুটির পর বাসায় ফিরেন ওই নারী।

রাতের খাবার শেষে ক্লান্ত শরীর নিয়ে রাত ১১টার পর ঘুমাতে যান তিনি। পরে রাত ৩টার দিকে ঘরে অজ্ঞাত এক ধর্ষক কর্তৃক ধষিত হন।

এসময় ধর্ষিতা নারীর চিৎকার করতে চাইলে ধর্ষক নারীর মুখে ও গলায় গামছা ও বিদুৎতের মোটা ক্যাবল তার চেপে পেচিয়ে ধরে।

একপর্যায়ে ধর্ষিতা নারী চিৎকারে বাড়ির অন্য ভাড়াটিয়ারা বেরিয়ে আসবার পূবেই ধর্ষক পালিয়ে গেলেও আলামত হিসেবে গামছা ও ক্যাবল তার ফেলে রেখে যায়।

এদিকে ঘটনার আকস্কিতায় ধর্ষিতা ওই নারী মানসিকভাবে ভীত ও অসুস্থ হয়ে পড়ছেন বলেও জানান তারা।

এদিকে মেয়ের ধর্ষণের খবর পেয়ে সকালে মানিকগঞ্জ থেকে ধর্ষিতার পিতা বাসায় এসে মেয়েকে নিকটস্থ সাভার আড়াপাড়ায় বড় মেয়ের বাসায় নিয়ে যান।

সাভারে নিজ গৃহে পরে রবিবার সন্ধ্যার পর মেয়ের ধর্ষণের ঘটনার উপযুক্ত বিচারের দাবিতে সাভার মডেল থানার দারস্থ হন।

ধর্ষিতার পিতার অভিযোগ, তার মেয়ে ধর্ষককে চিনতে না পারলেও ধর্ষকের মুখে দাড়ি ও হাতে আংটি ছিলো বলে জানিয়েছেন।

তিনি তদন্ত সাপেক্ষে ঘটনার উপযুক্ত বিচারের দাবি জানান।

চুড়ামনকাটিতে ব্যবসায়ীর লাশ ভৈরব নদে

সাভার মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, এক নারীকে নিয়ে তার পিতা রাতে থানায় এসেছেন।

তারা জানিয়েছেন তার মেয়ে ধর্ষণের শিকার হয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নিচ্ছি।

/ ইহো

The Bangla Wall
http://shopno-tv.com/
https://shopnotelevision.wixsite.com/reporters
Shopno Television
Shopno Television
http://shopno-tv.com/

emranhossen360@gmail.com

MD. IMRAN HOSSAIN 70/1, Ganda, Savar, Dhaka-1230 Cell: +8801515202960, +8801676936016 E-mail: emranhossen360@gmail.com Father’s name : Khondakar Mohiuddin Mother’s name : Josna Begum DOB: 13 January 1997 NID: 10951764123 Blood Group: A + Education: Diploma-In-Engineering Electrical

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *