সারাদেশে সহিংসতা বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন
সারাদেশে নারী-শিশু ও প্রতিবন্ধীর প্রতি সহিংসতা বন্ধের দাবীতে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।
“গর্জে ওঠো-রুখে দাঁড়াও” শ্লোগানকে সামনে রেখে সারাদেশে অব্যাহত হারে বৃদ্ধি পাওয়া ধর্ষণ, নারী-শিশু ও প্রতিবন্ধীর প্রতি সহিংসতা বন্ধসহ
সকল প্রকার সামাজিক অনাচারের বিরুদ্ধে দিনাজপুরে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
কালিয়া ছাত্রলীগের পাল্টাপাল্টি কর্মসূচিতে ১৪৪ ধারা জারি
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
দিনাজপুর জেলায় কর্মরত এনজিওদের শীর্ষ সংগঠন ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলা এই মানববন্ধন কর্মসূচী আয়োজন।
মানববন্ধনে জেলার বিভিন্ন এনজিওর প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশ নেন।
ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর জেলার সহ-সভাপতি আরিফুল ইসলামের সভাপতিত্বে মানববন্ধন চলাকালীন সমাবেশে
বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মোঃ শাহাদৎ হোসেন শাহ,
যুগ্ম সাধারণ সম্পাদক, পেশাজীবী ফোরামের সভাপতি ও এমএনডিএফ’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ও
এডাবের সভাপতি মোজাফ্ফর হোসেন, অনুঘটক সংস্থার নির্বাহী পরিচালক আনোয়ারুল ইসলাম বাবলু, পল্লীশ্রীর প্রোগ্রাম ম্যানেজার শামসুনন্নাহার,
সমাজ কল্যাণ সম্পাদক ও ল্যাম্প হাসপাতালের পিআরও এনোস সরেন, সংগঠনের নির্বাহী সদস্য ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক ইয়াকুব আলী,
ইউনিটি ফর এনজিও’স এর কোষাধ্যক্ষ ধর্ম নারায়ন বিশ্বাস, ওয়ার্ল্ড ভিশনের সারা গিতা, কাম টু সেভের আমিরুল ইসলাম, বহুব্রীহীর জাকির হোসেন,
প্রতিবন্ধী বিদ্যালয় ও পুনর্বাসন সংস্থার বিলকিস আরা ফয়েজ, সোসাইটি ফর উদ্যোগের উম্মে নেহারসহ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, দেশে ধর্ষণ ও হত্যা ঘটনা মহামারি আকার ধারণ করেছে।
এ থেকে উত্তরণের জন্য ধর্ষকদের প্রশ্রয়দাতাদের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে।
দেশে আইন করে ধর্ষণ ও হত্যাকারীদের ক্রস ফায়ারের আওতায় আনতে হবে। স্বাধীন একটি রাষ্ট্রে ধর্ষণের বিচার চাওয়াটা লজ্জাজনক।
নবীগঞ্জে কবিরাজ সেজে প্রতারনা : নিস্ব হচ্ছে সাধারণ মানুষ
ধর্ষকরা এ সমাজের কিট এবং ধর্ষণ বর্তমানে বাংলাদেশের মূল ব্যাধি।
প্রতিদিন নারীরা ধর্ষণের শিকার হচ্ছেন। আমরা ধর্ষণমুক্ত বাংলাদেশ চাই।
আমরা চাই, বাংলাদেশ এবং পৃথিবীর বুক থেকে ধর্ষণ নামের শব্দটি চিরতরে বিদায় হোক।
Pingback: সীমানা সংক্রান্ত জটিলতার মামলায় প্রায় ১০ বছর ভোট নেই - দ্যা বাংলা ওয়াল