অবমাননার প্রতিবাদে বেনাপোলে বিক্ষোভ মিছিল সমাবেশ
ফ্রান্সে বিশ্বনবী (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনের অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বেনাপোলের সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লিরা।
শুক্রবার জুম্মার নামাজের পর বেনাপোল ইমাম পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
জুম্মার নামাজ শেষে বেনাপোল বাজার থেকে বিশাল বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে চেকপোস্ট ঘুরে বেনাপোল বাজারে সমাবেশে মিলিত হয়।
নওগাঁয় ইমাম মোয়াজ্জিম কল্যাণ সমিতির বিক্ষোভ
এসময় মহানবী (সাঃ) এর ভালোবাসার শ্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা।
বেনাপোল চেকপোস্ট রিক্সা স্ট্যান্ড জামে মসজিদের ইমাম মাওলানা মিজানুর রহমান বলেন, আমরা গভীর ক্ষোভ ও উদ্বেগের সাথে লক্ষ্য করছি যে,
ফরাসি ঘৃণিত পত্রিকা শার্লি এবদো কর্তৃক প্রকাশিত বিশ্বের সর্বশ্রেষ্ঠ আদর্শ মহাপুরুষ মহানবী হযরত মোহাম্মদকে (সা:) নিয়ে ব্যঙ্গাত্মক কার্টুন
ফরাসি সরকার পুলিশ প্রহরায় অট্টালিকার দেয়ালে টাঙিয়ে প্রদর্শনের ব্যবস্থা করেছে।
ব্যঙ্গচিত্র প্রদর্শন করায় রাজবাড়ীর বালিয়াকান্দিতে মানববন্ধন
এমন ঘটনা প্রতিরোধে মুসলিম উম্মাহর উচিৎ ঐক্যবদ্ধভাবে জোরালো প্রতিবাদ করা।
অবমাননার প্রতিবাদে একই সাথে মুসলিম উম্মাহকে ফরাসি পণ্য বর্জনের আহŸান জানান।
Pingback: বেনাপোলে বিপুল পরিমান অস্ত্র ও গুলিসহ ইউপি সদস্য আটক - দ্যা বাংলা ওয়াল