যশোরের ঝিকরগাছায় সড়ক দুর্ঘটনায় নিহত ২ আহত ৩
যশোরের ঝিকরগাছায় বাঁকড়া আবুল ইসলাম সড়কে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত এবং তিনজন আহত হয়েছে।
শুক্রবার দুপুর ১টার সময় সড়কের বল্লা গ্রামের বালিগাদা কবরস্থানে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহতরা হলেন, ঝিকরগাছা উপজেলার বায়শা গ্রামের আসলাম আলীর ছেলে হোসেন আলী (২০) ও
হবিগঞ্জে ৩ ধাপে ৮দিন ব্যাপী সাংবাদিক কর্মশালা শুরু
একই উপজেলার সোনাকুড় গ্রামের বিল্লাল হোসেনের ছেলে নয়ন হোসেন (১৯)।
আহতরা হলো- বায়শা গ্রামের কামরুল ইসলামের ছেলে আক্তারুল ইসলাম (১৭), শফিকুল ইসলামের ছেলে রাব্বি হোসেন (১৮) ও আজিম উদ্দিনের ছেলে নাইম হোসেন (১২)।
ঝিকরগাছা শিত্তরদাহ পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিজানুর রহমান জানান, বিপরীতমুখী দুইটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়।
নিহতদের মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহতদের মধ্যে আক্তারুল ইসলাম ও রাব্বি হোসেনকে যশোর ২৫০ শয্যার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হবিগঞ্জের প্রেমিক যুগল সিলেটের হোটেল থেকে আটক
যশোরের ঝিকরগাছায় আহত নাইম হোসেনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ঝিকরগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, দ্রæতগতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে।
Pingback: এড. দেবাংশু শেখর দাসের উঠান বৈঠক ও মতবিনিময় - দ্যা বাংলা ওয়াল