বোয়ালখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ২
বোয়ালখালীতে চরখিজিপুর ও শাকপুরায় পৃথক দুটি ধর্ষণের অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
৩১ অক্টোবর (শনিবার) উপজেলার চরখিজিপুর সাতগড়িয়া এলাকা ও শাকপুরা বড়–য়ার টেক এলাকা হতে পৃথক অভিযানে ২ জনকে আটক করে থানা পুলিশ।
পরীক্ষায় ফেল করায় অধ্যক্ষের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
বোয়ালখালীতে ধর্ষণের অভিযোগে গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার পশ্চিম গোমদÐী ৭ নং ওয়ার্ডের চরখিজিরপুর সাতগড়িয়া পাড়ার
মৃত হাজী কালা মিয়ার ছেলে হাজী ফজল করিম (৬৫), আরেকজন শাকপুরা বড়ুয়ারটেক এলাকায় শিমুল দে (৩৫)।
মামলার এজাহারে জানা যায়, গত ৩০ অক্টোবর সকাল ১০ টার দিকে হাজী ফজল করিম তবারক নেওয়ার জন্য কাজের মেয়েকে ঘরে ডাকেন।
ওই সময় রান্না ঘরে তবারক নিতে গেলে সে তবারক না দিয়ে শাড়ী ধরে টেনে হেঁচড়া করে জড়িয়ে ধরে মাটি শুয়ে ফেলে এবং দরজা বন্ধ করে দেয়।
এতে বাধা দেওয়ার চেষ্টা করলে মুখ চেপে ধরে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।
অন্যদিকে “বোনের সাথে খেলার সময় শিমুল তাকে প্রলোভন দেখিয়ে কৌশলে একটি পোশাক কারখানার পেছনে ডেকে নিয়ে শিশুটিকে ধর্ষণ করে।”
গংগাচড়ায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন
চরখিজিরপুর ধর্ষণের শিকার কাজের মেয়ে ও শাকপুরার ঘটনায় শিশুটির মা’র করা অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে
তাদের গ্রেফতার করে আদালতে সোর্পদ করা হয়েছে বলে জানান বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ আবদুল করিম।