নড়াইলে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত, দুই শিশুসহ আহত ৪
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সাফিয়া আক্তার নামে এক নারী নিহত হয়েছেন। এসময় দুই শিশুসহ গুরুতর আহত হয়েছে চারজন।
সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে নড়াইল-যশোর সড়কের করিমপুরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেনাপোলে জাল টাকাসহ নারী গ্রেপ্তার
পুলিশ ও স্বজনরা জানান, নিহত সাফিয়া নড়াইল সদর উপজেলার তুলারামপুর গ্রামে তার মেয়ের শ্বশুরের বাড়ি থেকে ইজিবাইকে করে
আত্মীয় স্বজন নিয়ে নিজবাড়ি যশোরের বাঘারপাড়া উপজেলা ফিরছিলেন।
পথিমধ্যে করিমপুর এলাকায় পৌছাঁলে যশোর থেকে নড়াইলগামী একটি বাস ইজিবাইককে ধাক্কা দেয়।
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকের যাত্রীরা ছিটকে রাস্তার ওপর পড়ে।
স্থানীয়রা তাদেরকে দ্রুত নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক সাফিয়াকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক নিয়োগ দিচ্ছে স্বপ্ন টেলিভিশন
এছাড়া গুরুতর আহত নূর জাহান বেগম, তামান্না ১০ বছরের শিশু হাবিবা ও তিন বছরের শিশু সুমাইয়াকে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তবে এদের মধ্যে নূরজাহান ও তামান্নার অবস্থায় গুরুতর হওয়ায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।