নওগাঁয় অগ্নিকাণ্ডে সোয়া কোটি টাকার ক্ষয়-ক্ষতি
নওগাঁয় শহরের বালুডাঙ্গা ব্যাসষ্টান্ডে শাহ আলম টায়ার পেস্টিং দোকান, বিসমিল্লাহ হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ কনফেকশনারীতে অগ্নিকাণ্ডে ঘটনা ঘটেছে।
ওই অগ্নিকাণ্ডে প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বোয়ালখালীতে ১০ মামলার পলাতক আসামীসহ গ্রেফতার ৫
বুধবার রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তবে কিভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা এখনও জানা যায় নি।
এব্যাপারে শাহ আলম টায়ার পেস্টিং দোকানের স্বাত্তাধিকারী শাহ আলম জানান, প্রতিদিনের ন্যায় মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দোকান বন্ধ করে নিজ বাড়িতে আসি।
এর কিছুক্ষন পর বালুডাঙ্গা বাসষ্ট্যান্ডের এক বাসের সুপারভাইজার ফোন করে আগুন লাগার সংবাদ দেয়।
খবর পেয়ে আমি দোকানে এসে দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।
বিচার বিভাগীয় কর্মচারী এসোসিয়েশনের স্মারকলিপি প্রদান
পরে ফায়ার সার্ভিসের কর্মীদের খবর দিলে তারা ঘটনাস্থলে এসে প্রায় ৩ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে।
ততক্ষনে শাহ আলম টায়ার পেস্টিং দোকানের সাথে লাগানো বিসমিল্লাহ হোটেল এ্যান্ড রেষ্টুরেন্ট ও বিসমিল্লাহ কনফেকশনারীর সবকিছু পুড়ে ছাই হয়ে যায়।
শাহ আলম আরও জানান, তার দোকানের প্রায় ৭০ থেকে ৮০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।
ব্যাংক এবং বিভিন্ন বেসরকারী সংস্থায় কাছ থেকে চড়া সুদে ঋণ নিয়ে এই দোকানটি গড়ে তুলেছেন।
বোয়ালখালীতে ১০ মামলার পলাতক আসামীসহ গ্রেফতার ৫
নওগাঁয় অগ্নিকাণ্ডে এই দোকানই তার পরিবারের জীবিকার একমাত্র অবলম্বন ছিল।
এদিকে, বিসমিল্লাহ হোটেল এ্যান্ড কনফেকশনারীর মালিক এনাম জানান, তাঁর দুই দোকানে অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ৪০ থেকে ৪৫ লাখ টাকার মালামাল পুড়েছে।
Pingback: নওগাঁয় চিকিৎসা পরিবেশ না থাকায় এক ক্লিনিক সিলগালা - দ্যা বাংলা ওয়াল
Pingback: লক্ষ্মীপুরে যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - দ্যা বাংলা ওয়াল