মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন
নড়াইল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলুর বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপপ্রচার ও
ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১ টায় জেলা আওয়ামীলীগের কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও
রাজবাড়ীতে গৃহহীনদের জন্য ২০টি গৃহনির্মান কাজের উদ্বোধন
সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু।
বক্তব্যে তিনি বলেন, একটি পক্ষ জননেত্রী শেখ হাসিনার আওয়ামীলীগের সুনাম নষ্ট করার জন্য আমার বিরুদ্ধে ফেইসবুক ও বিভিন্ন গনমাধ্যমে অপ-প্রচার চালাচ্ছে।
তারা ব্যক্তিগত স্বার্থে আওয়ামীলীগের ক্ষতি করছে। তাদের এ ঘৃন্য চক্রান্ত কোন দিন বাস্তবায়িত হবে না।
যারা এ চক্রান্তে লিপ্ত তাদের ইতিহাসও নড়াইলের জনগনের জানা আছে, যদি দরকার হয় তাদের ইতিহাস সাধারন জনগনের সামনে তুলে ধরা হবে।
আমার যাবতীয় সাটিফিকেট আমার কাছে আছে এবং আমি যে আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে পড়েছি সেখানে আছে।
নাগরপুরে সড়ক দূর্ঘটনায় ৩ জন নিহত
মিথ্যা অপপ্রচার ও ষড়যন্ত্র আপনারা দেখতে চাইলে ওয়েবসাইডে সার্চ করে দেখতে পারেন।
এমসয় আওয়ামীলীগ নেতা বাবুল সাহা, হফিজ খান মিলন, সেচ্ছাসেবক লীগের সভাপতি তারিকুল ইসলাম উজ্জল, জেলা মৎসজীবি লীগের সভাপতি মোঃ সাইফুল ইসলাম,
জেলা ছাত্র লীগের সভাপতি চঞ্চল শাহারিয়ার মীম, সাধারন সম্পদক রকিবুজ্জামান পলাশসহ, আওয়ামীলীগের অঙ্গসংগঠনের বিভিন্ন নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
Pingback: নড়াইলে ইউনিয়ন ডিজিটাল সেন্টারের এক দশক পূর্তি পালিত - দ্যা বাংলা ওয়াল